অধিনায়কের হাতে গ্লাভস, ধোনিকে দেখে বাকিরা সাহস পায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ এএম, ১২ এপ্রিল ২০২১
অধিনায়কের হাতে গ্লাভস, ধোনিকে দেখে বাকিরা সাহস পায়

 ক্রিকেট বিশ্বে কোন দলের অধিনায়কত্ব করা সহজ কাজ নয়। সেই অধিনায়ক যদি হন দলের উইকেটকিপার, গ্লাভস হাতে দাঁড়িয়ে যান উইকেটের পিছনে, তাহলে কাজটি আরও কঠিন হয়ে দাঁড়ায়।
 
একদিকে পুরো দলকে নেতৃত্ব দিতে হয় এবং একই সাথে মনযোগ রাখতে হয় নিজের উইকেটকিপিংয়েও। আর ব্যাটসম্যান হিসেবে রানের চাপ তো আছেই। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

জাতীয় দলের জার্সি তুলে রেখেও এখনো আইপিএলের মতো বিশ্বমানের টুর্নামেন্টে উইকেটকিপারের পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্বটাও সফলভাবে পালন করে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

 ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের এ গুণাবলীর প্রশংসা করেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে আসা ইংলিশ ক্রিকেটার জস বাটলার। তিনি মনে করেন, ধোনি থেকে অনুপ্রাণিত হয়েই বাকি দলগুলো কোনো উইকেটকিপারকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার সাহস পায়। 

আইপিএলের ১৪তম আসরে মোট ৮ দলের ৪টিতেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দলের উইকেটকিপাররা। চার অধিনায়ক হলেন- কে এল রাহুল, সাঞ্জু স্যামসন, রিশাব প্যান্ট ও মহেন্দ্র সিং ধোনি। 

উইকেটকিপার অধিনায়কের দায়িত্ব পালন করলে পুরো মাঠকে নজরে দেখা সম্ভব হয়। ফলে বিষয়টিকে ইতিবাচকভাবেও দেখছেন জস বাটলার। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে ধোনি অসাধারণ। এমন অনেক তরুণ উইকেটকিপার রয়েছে যারা ধোনিকে আদর্শ মনে করে। একজন উইকেটকিপার তার জায়গা থেকে পুরো মাঠটি বেশ ভালোভাবে দেখতে পারে।’ 

রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বাটলারের দলের অধিনায়ক স্যামসনও একজন উইকেটকিপার। নিজের দলের অধিনায়কের প্রসঙ্গে বাটলার বলেন, ‘সাঞ্জু দারুণ একজন খেলোয়াড়। সে খুবই মিশুক প্রকৃতির এবং দলের সবার সাথেই খুব মজা করে। তার অধিনায়কত্ব অনেক ভালো হবেই বলে আমার বিশ্বাস।’ 

শুধু রাজস্থানের অধিনায়কই একজন উইকেটকিপার তা নয়, দলটির পরিচালকও ছিলেন একজন বিখ্যাত উইকেটকিপার। শ্রীলঙ্কার অভিজ্ঞ ও অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা দলটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাটলার বলেন, ‘সাঙ্গাকারা একজন লিজেন্ড, তার থেকে শেখার আছে অনেক। আন্তর্জাতিক ও আইপিএল খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে তার। তাকে দলের সাথে পাওয়াটা আমাদের জন্য দারুণ ব্যাপার।’
 
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

একাদশে থাকবেন কি সাকিব?

একাদশে থাকবেন কি সাকিব?

আইপিএলের ১৪তম আসর দেখা যাবে যেসব চ্যানেলে

আইপিএলের ১৪তম আসর দেখা যাবে যেসব চ্যানেলে

ইংল্যান্ডে হতে পারে আইপিএল

ইংল্যান্ডে হতে পারে আইপিএল

আইপিএল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভগান

আইপিএল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভগান