হারের ম্যাচে ধোনিদের জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ এএম, ১২ এপ্রিল ২০২১
হারের ম্যাচে ধোনিদের জরিমানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের দ্বিতীয় ম্যাচে শনিবার (১০ এপ্রিল) রাতে দিল্লি ক্যাপিটালস বিপক্ষে বড় স্কোর গড়েও ৭ উইকেটে হেরে গেছে চেন্নাই সুপার কিংস। হার দিয়েই শেষ নয়, নির্ধারিত সময়ে ম্যাচ শেষ না করার অপরাধে ১২ লাখ রুপি জরিমানা গুণতে হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিদের।

নির্দিষ্ট সময়ে খেলা শেষ করার জন্য টুর্নামেন্টের শুরু থেকেই কড়া নজর দিয়ে আসছেন আইপিএলের আয়োজকরা। আইপিএলের নিয়ম অনুসারে প্রতি ঘণ্টায় অন্তত ১৪ দশমিক১ ওভার বোলিং করতে হবে। তবে এ সময় নির্ধারিত হয় স্ট্র্যাটেজিক টাইম-আউট বাদ দিয়েই।

শনিবার (১০ এপ্রিল) টুর্নামেন্টে চেন্নাইয়ের বোলাররা আইপিএলের সেই নিয়ম ভঙ করেছেন। চেন্নাইয়ের বোলাররা বোলিং করতে গিয়ে দেরি করায় দলকে আইপিএলের আয়োজকরা ১২ লাখ রুপি জরিমানা করেছে।

পুরো টুর্নামেন্টে তৃতীয়বার এমন অপরাধ করলে ৩০ লাখ রুপি জরিমানা দিতে হবে চেন্নাইকে। এখানেই শেষ নয়, সেই সাথে রয়েছে অধিনায়ক ধোনির ১ ম্যাচের নিষেধাজ্ঞা। বাকি খেলোয়াড়দেরও পড়তে হবে শাস্তির মুখে। তবে এবারের আসরে এটি প্রথম অপরাধ হওয়ায় শুধুমাত্র জরিমানা করা হয়েছে।

দিল্লি ক্যাপিটালস বিপক্ষে চেন্নাই সুপার কিংস টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রানের বিশাল সংগ্রহ। ২০১০ ও ২০১১ সালে আসরে পরপর দুবার আইপিএল শিরোপা জেতেছিল চেন্নাই। এবং ২০১৮ সালে ধোনির নেতৃত্বে তৃতীয়বারের মতো জয় এনেছিলেন চেন্নাই।

স্পোর্টসমেইল২৪/এসআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

একাদশে থাকবেন কি সাকিব?

একাদশে থাকবেন কি সাকিব?

টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?

টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?

রান পাহাড়েও ধোনিদের হার, জয়ে শুরু দিল্লির

রান পাহাড়েও ধোনিদের হার, জয়ে শুরু দিল্লির

কোহলিকে টপকে বাবরের নতুন রেকর্ড

কোহলিকে টপকে বাবরের নতুন রেকর্ড