আইপিএলের ১৩তম আসরে প্লে-অফে খেলতে পারেনি মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। এবার ১৪তম আসরও হার দিয়ে শুরু করলো তারা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বড় স্কোর গড়েও দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরে গেছে চেন্নাই।
শনিবার (১০ এপ্রিল) আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় দিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ফলে প্রথমে ব্যাট করতে নামে ধোনির চেন্নাই।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। ব্যাট হাতে টপ-অডারের ব্যাটসম্যানরা বড় স্কোর করতে না পারলেও মিডল অর্ডারে বেশ রান আসে। দলের পক্ষে চার নম্বরে ব্যাট হাতে নেমে ৩৬ বলে ৫৪ রান করে সুরেশ রায়না।
এছাড়া মঈন আলী ২৪ বলে ৩৬, আম্বাতি রাইডু ১৬ বলে ২৩, রবীন্দ্র জাদেজা ১৭ বলে অপরাজিত ২৬ রান এবং শেষ দিকে স্যাম কারান ১৫ বলে ৩৪ রান করেন। ২ বল খেলে আউট হওয়া অধিনায়ক ধোনির ব্যাট থেকে কোন রান আসেনি।
১৮৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ এবং শিখর দেওয়ান জয়ের পথ সহজ করে দেন। ১৩ দশমিক ৩ ওভারে দু’জনের ওপেনিং জুটি থেকে আসে ১৩৮ রান। ৩৮ বল মোকাবেল করে ৯টি চার ও তিনটি ছয়ের মারে ৭২ রানে থামেন পৃথ্বী শ।
পৃথ্বী চলে গেলেও রানের চাকা দ্রুত গোড়ান শিখর দেওয়ান। তিনি থামেন ৮৫ রানে। ৫৪ বলের তার এ ইনিংসে ১০টি চারের মারের সাথে ২টি ছক্কা মার ছিল। ১৬৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর বাকি কাজটুকু সারেন অধিনায়ক ঋষভ পান্থ এবং মার্কাস স্টোইনিস।
জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতে মার্কাস স্টোইনিস ক্যাচবন্দি হলে ৮ বল বাকি থাকতেই শেষ ফিনিশিং দেন পান্থ। স্টোইনিস ৯ বরে ১৪ রান করেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]