মাঠে গড়ালো আইপিএল, উদ্বোধনী ম্যাচেই কোহলির টস জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ এএম, ১০ এপ্রিল ২০২১
মাঠে গড়ালো আইপিএল, উদ্বোধনী ম্যাচেই কোহলির টস জয়

মাঠে গড়ালো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। ভারতের মাটিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই হেভিওয়েট দল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

করোনার কারণে আইপিএলের ১৩তম আসর দেশের বাইরে আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। দেশব্যাপী করোনাভাইরাসের মাঝে কঠোর বায়ো-সুরক্ষা পরিবেশে মাঠে গড়িয়েছে আইপিএল। তবে মাঠে প্রবেশের সুযোগ নেই দর্শকদের। আইপিএল ভক্তদের তাই টিভি বা অনলাইনেই খেলা দেখতে হচ্ছে।

                                 >>আইপিএল লাইভ

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য জিতেছে ব্যাঙ্গালোর। টস জিতে অধিনায়ক বিরাট কোহলি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে নিজেরা বোলিং করছে।

ব্যাঙ্গালোর একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রজত পাতিদর, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইয়ুজবেন্দ্র চাহাল।

মুম্বাই একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ক্রিস লিন, সূর্যকুমার যাদব, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, মার্কো জানসেন, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নিয়ে বিসিসিআই সচিবের বার্তা

আইপিএল নিয়ে বিসিসিআই সচিবের বার্তা

আইপিএলের ১৪তম আসর দেখা যাবে যেসব চ্যানেলে

আইপিএলের ১৪তম আসর দেখা যাবে যেসব চ্যানেলে

‘সাকিব তিনে খেললে প্লে-অফে খেলবে কলকাতা’

‘সাকিব তিনে খেললে প্লে-অফে খেলবে কলকাতা’

মঈন আলীর জন্য 'আলাদা' জার্সি বানালো চেন্নাই

মঈন আলীর জন্য 'আলাদা' জার্সি বানালো চেন্নাই