সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার (৯ এপ্রিল) পর্দা উঠছে আইপিএলের ১৪তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায় চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে জয় দিয়েই আইপিএল যাত্রা শুরু করতে। অন্যদিকে, বিরাট কোহলির বেঙ্গালোরও ছাড় দিয়ে কথা বলবে না। দুই দলেই রয়েছে প্রতিভাবান ও নামি-দামি খেলোয়াড়।
উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের তুরুপের তাস হতে পারেন কুইন্টন ডি কক, ট্রেন্ট বোল্ট কিংবা বুমরাহ। তাদের প্রত্যেকেরই রয়েছে সমৃদ্ধ আইপিএল ক্যারিয়ার। মাত্র ৫.৭৮ ইকোনমিতে গত আসরে ৯ ম্যাচে ১৬ উইকেট নেওয়া বুমরাহ যেমন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক তেমনি প্রতিপক্ষ বোলারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ১৪০ স্ট্রাইক রেটের ডি কক।
আরও পড়ুন > ১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি
এছাড়া গত আসরে মাত্র ৯ ম্যাচে ১৫ উইকেট নেওয়া বোল্টও যেকোনো ব্যাটসম্যানের জন্যই আতঙ্কের নাম। তবে শক্তির বিচারে পিছিয়ে নেই বেঙ্গালোরও।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স বিশেষ করে যাদের দিকে নজর রাখবে যেমন- বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও চাহাল। টি-টোয়েন্টির মতো ফরম্যাটে গত আইপিএলে ৪৭ গড়ে ৩৩৩ রান করা বিরাট কোহলির ব্যাপারে নতুন করে বলার কিছু নেই।
নিজের দিনে যেকোনো বোলারকেই তুলো-ধোনা করার ক্ষমতা রাখেন ভারতের অধিনায়ক। তার আরেক সঙ্গী ডি ভিলিয়ার্সের ১৫১ স্ট্রাইক রেইটই প্রমাণ করে তিনিও কতটা ভয়ঙ্কর।
অন্যদিকে, বোলিংয়ে নজর থাকবে চাহালের দিকে। সর্বশেষ আসরে ৬ দশমিক ৮৪ ইকোনমিতে ১৩ উইকেট নেওয়া চাহাল ম্যাচ ঘুরিয়ে ফেলার ক্ষমতা রাখেন।
তবে কোহলি নাকি রোহিত? প্রথম দিনে পূর্ণ পয়েন্ট অর্জন করে কোন দল, সেটাই এখন দেখার বিষয়।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]