আইপিএল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ এএম, ০৯ এপ্রিল ২০২১
আইপিএল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভগান

ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকর মাইকেল ভগান আসন্ন আইপিএল নিয়ে নিজের ব্যক্তিগত অভিমত জানিয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভগান জানান, তার দৃষ্টিতে কে হতে পারে আইপিএলের ১৪তম আসরের চ্যাম্পিয়ন। 

নিজের ব্যক্তিগত টুইটার একাউন্টে বুধবার (৭ এপ্রিল) এক টুইটে বার্তায় তিনি আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আইপিএল নিয়ে তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেন। 

৪৬ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটারের তেমন আন্তর্জাতিক টি-২০ খেলার সুযোগ না হলেও বর্তমানে ধারাভাষ্য করেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি করেছিলেন ২৭ রান, হাঁকাতে পারেননি কোন ছক্কা। 

শুক্রবার (৯ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া আইপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন হবে মুম্বাই ইন্ডিয়ান্স, এমনটাই মনে করেন তিনি। তবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স যদি শিরোপা জিততে নাও পারে তাহলে শিরোপা জেতার সমূহ সম্ভাবনা রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ।  

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে অবাক আফ্রিদি

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে অবাক আফ্রিদি

শাদাবের ইঞ্জুরিতে সুযোগ মিললো জাহিদের

শাদাবের ইঞ্জুরিতে সুযোগ মিললো জাহিদের

মঈনকে নিয়ে তাসলিমার বিতর্কিত মন্তব্যে লজ্জিত নাফিস

মঈনকে নিয়ে তাসলিমার বিতর্কিত মন্তব্যে লজ্জিত নাফিস

ব্যাঙ্গালোর পাশে বোল্ট, খুশি কোহলিরা

ব্যাঙ্গালোর পাশে বোল্ট, খুশি কোহলিরা