ওপেনার দেবদূত পাডিকালের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল সামস। ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে ব্যাঙ্গালোর। তারা জানায়, গত ৩ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ভারতে আসেন সামস। তখন করোনা টেস্টে তার নেগেটিভ আসে। তবে কোনো ধরনের উপসর্গ ছাড়াই এবার আক্রান্ত হয়েছেন সামস। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং আরসিবির মেডিকেল টিম সামসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে।’
সামসের দুঃসংবাদ পাওয়ার দিন সুসংবাদও পেয়েছে ব্যাঙ্গালোর। গত ২২ মার্চ করোনা পজিটিভ হওয়া পাডিকেল করোনা মুক্ত হয়েছেন। নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ এপ্রিল) শুরু হচ্ছে আইপিএলের ১৪তম আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে কোহলির ব্যাঙ্গালোর। তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের ১৩টি আসর পর হলেও এখনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার তাদের লক্ষ্য চ্যম্পিয়ন হওয়ার। সেই লক্ষ্যে দল গুছিয়েছে তারা। নিলাম থেকে বেশ খচরা করে নতুন করে ৮ জন ক্রিকেটারকে দলে নিয়েছে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]