ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মাঠে গড়াচ্ছে। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের ১৩টি আসর চলে গেলেও কখনো শিরোপার স্বাদ পায়নি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তবে কি এবার সেই আক্ষেপ ঘুচবে? ভারতের জাতীয় দলের অধিনায়কের হাতে কি উঠবে আইপিএল ট্রফি?
আইপিএলের ১৪তম আসরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি) নিলামে খরচ করেছে ৩৪ কোটি ৫ লাখ রুপি। মাত্র ৮ জন ক্রিকেটারকে কিনতে এ অর্থ খরচ করেছে তারা।
আটজনের মধ্যে ৩ অলরাউন্ডারকে দলে নিতে কোহলিদের গুণতে হয়েছে মোটা অঙ্কের টাকা। তারা হলেন- অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ড্যান ক্রিশ্চিয়ান এবং নিউজিল্যান্ডের কাইল জেমিসন।
নিউজিল্যান্ডের কাইল জেমিসনকে নিতে কোহলিরা ব্যয় করছেন ১৫ কোটি টাকা। ১৪ কোটি ২৫ লাখ টাকায় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং একই দেশের ড্যান ক্রিশ্চিয়ানকে দলে নিতে ৪ কোটি ৮০ লাখ টাকা খরচ করেছে তারা।
এছাড়া, গত বছরের দলে থাকা করোনায় আক্রান্ত ব্যাটসম্যান দেবদত্ত পাড়িক্কলের সাথেও কোহলি আলোচনা করবেন বলে জানা গেছে। এরপর আরসিবিতে এবি ডিভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান তো রয়েছেনই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুলোর খেলোয়াড়
বিরাট কোহলি (অধিনায়ক), মোহাম্মদ সিরাজ (বোলার), এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), ড্যানিয়েল স্যামস (অলরাউন্ডার), শাহবাজ আহমেদ (বোলার), ফিন অ্যালেন (ব্যাটসম্যান), কে এস ভরত (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চহাল (বোলার), নবদীপ সাইনি (বোলার), কাইল জেমিসন (বোলার), ড্যান ক্রিস্টিয়ান (অলরাউন্ডার), দেবদূত পাডিকাল (ব্যাটসম্যান), সুইস প্রভুদেসাই (ব্যাটনসম্যান), শচীন বেবি (ব্যাটসম্যান), পবন দেশপান্ডে (অলরাউন্ডার), হর্ষল পটেল (বোলার), অ্যাডাম জাম্পা (বোলার), কেন রিচার্ডসন (বোলার), রজত পতিদার (ব্যাটসম্যান), মোহাম্মদ আজহারউদ্দিন (ব্যাটসম্যান) এবং গ্লেন ম্যাক্সওয়েল (অলরাউন্ডার)।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]