বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএল শুরু হচ্ছে আর মাত্র কিছুদিন পর। আইপিএল এমন এক আসর যেখানে খেলে অনেকে পেয়েছে তারকাখ্যাতি আবার অনেকে পারফর্ম করে সুযোগ করে নিয়েছে জাতীয় দলে।
এবারের আইপিএলের আসরটি হতে পারে এমন অনেকেরই জাতীয় দলে ফেরার মঞ্চ। বিশেষ করে এবারের আইপিএলের আসরটি খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় তিন ক্রিকেটারের জন্য, যারা একসময় জাতীয় দলে খেললেও বর্তমানে রয়েছেন দলের বাইরে। সেই তিন ক্রিকেটার হলেনঃ রবীচন্দ্রন আশ্বিন , মনেস পান্ডে ও বিজয় শঙ্কর।
ভারতের অভিজ্ঞ স্পিনার আশ্বিনের জন্য এবারের আইপিএল আসরটি হতে পারে জাতীয় দলে ফেরার দারুণ সুযোগ। টেস্ট দলের অন্যতম সেরা এই অস্ত্র আশ্বিন মাত্র ৭৮ টেস্টে নিয়েছেন ৪০৯ উইকেট। টি-টোয়েন্টি তে তার রয়েছে অর্ধ শতকেরও বেশী উইকেট। অভিজ্ঞ এই স্পিনার এবারের আইপিএলে যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে তাকে আবারো জাতীয় দলে দেখা সময়ের ব্যাপার মাত্র।
আশ্বিনের মতো আইপিএলে ভালো করে জাতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে মনেস পান্ডেরও। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের টি-টোয়েন্টি গড়ও চোখে পড়ার মতো (৪৪.৩১) । মারমুখী এই ব্যাটসম্যান এবারের আইপিএলে নিজের সেরাটা দিয়ে আসন্ন ঘরের মাঠে হতে যাওয়া বিশ্বকাপ দলে সুযোগ করে নেয়ার যে আপ্রাণ চেস্টা করবে তা বলার অপেক্ষা রাখে না।
মানেস পান্ডের মতো নিজের পারফর্ম দিয়ে আরও একবার জাতীয় দলে ফিরতে চাইবে বিজয় শঙ্করও। ৩১ বছর বয়সী এই পেস অলরাউন্ডার ভারতের দলের হয়ে তার ক্যারিয়ার লম্বা করতে না পারলেও এবারের আসরে সেরাটুকু দিয়ে যে আরোএকবার ভারতের জার্সি গায়ে জড়াতে চাইবে সেটুকু নিশ্চিত করেই বলা যায়।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]