করোনায় আক্রান্ত আরসিবির ওপেনার দেবদূত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৫ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত আরসিবির ওপেনার দেবদূত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মাঠে গড়ানোর আগেই একে একে করোনা আক্রান্ত হচ্ছেন দলের খেলোয়াড়রা। এবার সেই তালিকায় নাম লিখালেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ওপেনার দেবদূত পাডিক্কল।

আইপিএলের এবারের আসর মাঠে গড়াবে ৯ এপ্রিল (শুক্রবার)। উদ্বোধনী দিনেই মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে আরসিবি। ফলে প্রথম ম্যাচেই ওপেনার দেবদূত পাডিক্কলকে পাচ্ছে না আরসিবি।

করোনা পরীক্ষায় রোববার (৩ এপ্রিল) দেবদূত পাডিক্কলের পজিটিভ ধরা পড়লে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলা হচ্ছে, দেবদূত পাডিক্কলের বর্তমান ডে অবস্থা তাতে একটি নয়, অন্ততপক্ষে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

আইপিএলের ২০২০ আসবে চমকে দিয়েছিলেন ২০ বছরের দেবদূত। চোখ ধাঁধানো ব্যাটিং স্টাইলে সবার নজর কেড়েছিলেন তিনি। ১৫ ম্যাচে ৩১ দশমিক ৫৩ গড়ে তার মোট রান ছিল ৪৭৩। শুধু আইপিএলে নয়, ঘরোয়া ক্রিকেটেও দুরন্ত পারফরম্যান্সের রেকর্ড রয়েছে দেবদূতের।

এদিকে, দেবদূত পাডিক্কল ছাড়াও দিল্লি ক্যাপিটালস অল-রাউন্ডার অক্ষর প্যাটেলও করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ক্রিকেটারদের বাইরে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১০ জন মাঠকর্মী ছাড়াও ৬ জন ইভেন্ট ম্যানেজমেন্ট সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে পুরো বিষয়টি নিয়েই চিন্তিত আইপিএল কর্তৃপক্ষ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিঙ্কু সিংকে পাচ্ছে না কলকাতা

রিঙ্কু সিংকে পাচ্ছে না কলকাতা

দেশে ফিরলেও বিমানবন্দর ত্যাগ করেননি মোস্তাফিজ

দেশে ফিরলেও বিমানবন্দর ত্যাগ করেননি মোস্তাফিজ

আইপিএল থেকে সরে দাঁড়ালেন হ্যাজেলউড

আইপিএল থেকে সরে দাঁড়ালেন হ্যাজেলউড

ক্যারিয়ারের ‘শেষ’ আইপিএল খেলতে যাচ্ছেন যারা

ক্যারিয়ারের ‘শেষ’ আইপিএল খেলতে যাচ্ছেন যারা