আইপিএলের ১৪তম আসর মাঠে গড়াবে ৯ এপ্রিল। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সে হয়ে খেলার কথা ছিল অলরাউন্ডার রিঙ্কু সিংয়ের। তবে হাঁটুর চোটের কারণে পুরো আইপিএল আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার পরিবর্তে ডাক পেয়েছেন গুরকিরাত সিং মান।
শনিবার (৩ এপ্রিল) আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, হাঁটুর চোটের কারণে আইপিএল জুড়ে দেখা মিলবে না অলরাউন্ডার রিঙ্কু সিংয়র। তার পরির্বতনে কলকাতা নাইট রাইডার্সে অন্তর্ভুক্ত হয়েছে ডানহাতি ব্যাটসম্যান গুরকিরাত সিং মান।
অলরাউন্ডার রিঙ্কু সিং ২০১৭ আইপিএলে অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত ১১টি আসরে খেলেছেন তিনি।
ডানহাতি ব্যাটসম্যান গুরকিরাত সিং মান বেসেক প্রাইস ৫০ লক্ষ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হয়েছেন। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো, দিল্লি ও পাঞ্জাবের হয়ে আইপিএল খেলেছেন তিনি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]