আইপিএলের ১৪তম আসর মাঠে গড়াবে ৯ এপ্রিল। এবারের আসরে চেন্নাই সুপার কিংসে হয়ে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডের। তবে তা আর হচ্ছে না, আইপিএলের আসন্ন আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) অস্ট্রেলিয়ার থেকে আইপিএল খেলতে ভারতে যাওয়া কথা ছিল হ্যাজেলউডের। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিত্তিক এক সংবাদ মাধ্যমে এবারের আইপিএলে না খেলার তথ্য জানান তিনি।
জানা যায়, অস্ট্রেলিয়ার সাথে বেশ কয়েকটি দেশের সিরিজ রয়েছে, এছাড়া জৈব-সুরক্ষা বলয়ে থাকতে পরিবারকে সময় দিতে চান তিনি। যার কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন হ্যাজেলউড।
অস্ট্রেলিয়ার ক্রিকেট সূচিতে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আপাতত সেদিকের নজর দিতে চান তিনি। এছাড়া সুরক্ষার জন্য নানা সময়ে দীর্ঘ ১০ মাস কোয়ারেন্টিনে থেকেছেন হ্যাজেলউড।
তিনি বলেন, সামনের সময়গুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজে লম্বা সফর রয়েছে, এরপর সম্ভবত বাংলাদেশে সফর রয়েছে। সেই সাথে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতি বছরের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরাটা দিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে সময়টা নিজেকে দিতে চাই।
স্পোর্টসমেইল২৪/এসআর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]