আইপিএলে খেলতে ভারত গেলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ এএম, ২৮ মার্চ ২০২১
আইপিএলে খেলতে ভারত গেলেন সাকিব

ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতে ভারতে গেলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অনুশীলন শেষে আইপিএল খেলতে গেলেও সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলেননি তিনি।

আইপিএল খেলতে রোবাবর (২৮ মার্চ) দেশ ছাড়ার কথা ছিল সাকিবের। তবে একদিন আগেই ভারতে গেলেন তিনি। ভারতে পৌঁছে কলকাতার সাথে অনুশীলনের আগে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব। ১১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলতে নামবে সাকিবের দল কলকাতা। কলকাতার প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাই।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকেই ফেসবুকে লাইভে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বিপক্ষে সমালোচনার কারণে শিরোনামে রয়েছেন সাকিব। নানা বিষয়ে তার মন্তব্যে বিসিবির অনেক কর্মকর্তাও বিব্রত।

আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকার কারণে গত বছর আইপিএলে খেলতে পারেননি সাকিব। তবে এবারের আইপিএল স্মরণীয় করে রাখতে চান সাকিব। এছাড়া ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলে নিজের প্রস্তুতিটাও সাড়তে চান তিনি।

আইপিএল খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করবেন সাকিব। তবে আশা করা হচ্ছে, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিবেন সাকিব। কারণ, ১৮ মে পর্যন্ত সাকিবের এনওসির মেয়াদ রয়েছে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মোদির সাক্ষাতে সম্মানিত বোধ করছেন সাকিব

মোদির সাক্ষাতে সম্মানিত বোধ করছেন সাকিব

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ