ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)। নিলামে ৯ জন শ্রীলঙ্কার ক্রিকেটারের নাম উঠলেও তাদের দলে ভেড়ায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। যা শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য হতাশার হলেও বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন মাহেলা জয়াবর্ধনে।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ জয়াবর্ধনে বলেছেন, ‘আমি মনে করি, আইপিএল আমাদের দেশের খেলোয়াড়ের সুযোগ না পাওয়া হতাশার। কিন্তু আমাদের ক্রিকেটারদের জন্য এটি একটি শক্ত বার্তা। আরও ভালো ক্রিকেট খেলতে হবে, তবেই আইপিএলের মতো বড় প্লাটফর্মে সুযোগ মিলবে।’
বর্তমানে খেলোয়াড়দের মধ্যে বেশ ঘাটতি রয়েছে বলেই এবারের আইপিএলের নিলামে শ্রীলঙ্কার খেলোয়াড়রা সুযোগ পাননি। নিলাম থেকে শিক্ষা নিয়ে তারা নিজেদের দক্ষতার উন্নতি করবে বলেও বিশ্বাস জয়াবর্ধনের।
তিনি বলেন, ‘তিন ফরম্যাটে শ্রীলঙ্কার ক্রিকেটারদের এখনো অনেক ঘাটতি রয়েছে। তবে আমি নিশ্চিত যে, তারা দ্রুত নিজেদের দক্ষতা উন্নতি করবে এবং আইপিএলে শ্রীলঙ্কার তরুণ প্রজন্মের আগমন ঘটবে।’
তিনি আরও বলেন, ‘আইপিএল এমন একটি জায়গা যেখানে আপনি বিশ্ব ক্রিকেটের সেরা খেলোয়াড়দের নিয়ে খেলতে চেষ্টা করেন। নিলামে বিক্রি না হওয়া শ্রীলঙ্কার খেলোয়াড়দের জন্য ভালো বার্তা। যাতে তারা প্রতিযোগিতায় টিকে থেকে যোগ্যতার ভিত্তিতে আইপিএলের অংশ হতে পারে।’
২০২০ আইপিএলের জন্য শ্রীলঙ্কা থেকে মাত্র দু’জন ছিলেন। মুম্বাইয়ের হয়ে লাসিথ মালিঙ্গা ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ইসুরু উদানা। করোনাভাইরাসের কারএণ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই আইপিএল শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নেন মালিঙ্গা। তাই সর্বশেষ আসরে শ্রীলঙ্কার হয়ে শুধু উদানাই অংশ নিয়েছিলেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]