কলকাতার দলে ফিরে বার্তা দিলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১
কলকাতার দলে ফিরে বার্তা দিলেন সাকিব

ছবি : ভিডিও থেকে নেওয়া

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের ১৪তম আসরে কলকাতার নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা।

নিজের পুরোনো দলে ফিরতে পেরে সাকিব আল হাসানও খুশি। আইপিএলে কলকাতার হয়ে আবারও খেলতে পারবে বলে খুবই এক্সাইটেড তিনি। দল পাওয়া পর এক ভিডিও বার্তা এমনটাই জানিয়েছেন সাকিব।

সাকিব বলেন, ‌‌‘হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। খুবি এক্সাইটেড, এ বছর কলকাতার হয়ে খেলতে পারবো বলে।’

শুধু এক্সাইডেট’ই নন সাকিব, কলকাতাকে আবারও চ্যাম্পিয়নের স্বাদ দিতে চান সাকিব। বলেন, ‘তেমনি রেজাল্ট করার চেষ্টা করবো, যেমনটি ২০১২ এবং ২০১৪ তে করেছি। দু-দুটো চ্যাম্পিয়নশীপ আমরা একসাথে জিতেছি। ঠিক ওই রেজাল্টটি করার চেষ্টা করবো কেকেআর-এর হয়ে। আমি খুবি এক্সাইটেড, আবারও কলকাতার হয়ে খেলতে পারবো -এ জন্য।’

আইপিএলে সাকিবের প্রথম দল ছিল শাহরুখ খানের কলকাতা রাইড নাইডার্স। সাকিব ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টি আসর কলকাতার হয়ে খেলেছেন। নিজের পারফর্ম্যান্সে কলকাতাকে উপহার দিয়েছেন দুটি শিরোপাও। তবে ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা।

কলকাতা ছেড়ে দেওয়াও সাকিব আল হাসানকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। এরপর গত দুই বছর হায়দরাবাদের হয়েই আইপিএল খেলেছেন এ তারকা টাইগার অলরাউন্ডার। তবে নিষেধাজ্ঞার কারণে ১৩তম আসরে খেলতে পারেননি তিনি।

তিন আসর পর নিলামে সুযোগ পেয়ে প্রথম ডাকেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা। যদিও নিলামে অংশ নিয়ে ৩ কোটি রুপি পর্যন্ত সাকিবকে কিনতে রাজি ছিলেন প্রীতি জিনতা। তবে শেষ পর্যন্ত কলকাতার কাছে ৩ কোটি ২০ লাখ রুপির কাছে হেরে যায় প্রীতির পাঞ্জাব কিংস।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে নতুন ঠিকানা পেল মোস্তাফিজ

আইপিএলে নতুন ঠিকানা পেল মোস্তাফিজ

আইপিএল নিলামে হঠাৎ মুশফিক

আইপিএল নিলামে হঠাৎ মুশফিক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকা

প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব এখন ‘পাঞ্জাব কিংস’

প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব এখন ‘পাঞ্জাব কিংস’