ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নতুন ঠিকানা পেল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিলামের মাধ্যমে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে তাকে দলে ভেড়ায় রাজস্থান। নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্যই ছিল এক কোটি রুপি।
আইপিএলে দুই বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন মোস্তাফিজুর রহমান। আর এক বছর খেলেছেন রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে দুই দলের মধ্যে এবার কোন দল তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি।
২০১৬ মৌসুমে আইপিএল অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। টাইগার পেসারকে নিয়ে সেবার শিরোপাও জিতেছিল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ।
While we ask him for an actual photo in the jersey, here’s a trailer. #HallaBol | #RoyalsFamily | #IPL2021 | #IPLAuction | @Mustafiz90 pic.twitter.com/f7izobImW0
— Rajasthan Royals (@rajasthanroyals) February 18, 2021
নিজের সেই প্রথম টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজ। কোনো বিদেশি ক্রিকেটারের আইপিএলে এ পুরস্কার সেটিই প্রথম ছিল।
আইপিএলের সর্বশেষ ১৩তম আসরেও খেলার সুযোগ এসেছিল মোস্তাফিজুর রহমানের। তবে দেশে আন্তর্জাতিক খেলা থাকায় তাকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে মোস্তাফিজ আইপিএলের ১৪তম আসরে নতুন দল পেলেও সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে তার সেই পুরোনো দণ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিকে দলে ভিড়িয়েছে কলকাতা।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]