বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে নাম ছিল না মুশফিকুর রহিমের। তবে নিলাম শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম নাম যুক্ত করা হয়েছে। নিলামে উইকেটরক্ষক ক্যাটাগরিতে মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতে চলমান চার ম্যাচ সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে দলে ডাক পেয়েছেন মার্ক উড। জাতীয় দলে ডাক পাওয়ায় আইপিএল নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। উড নাম প্রত্যাহার করে নেওয়ায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিলাম তালিকায় যুক্ত করা হয়েছে।
আইপিএলের ১৪তম আসরের নিলামে নিবন্ধন করেছিলেন না মুশফিক। এছাড়া নিলামের জন্য চূড়ান্ত তালিকায় চার বাংলাদেশির মধ্যেও তিনি ছিলেন না। তবে শেষ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে মুশফিকের নাম অন্তর্ভুক্ত করা হলো।
নিলামেও বেশ ভালো ভিত্তিমূল্য ধরা হয়েছে। উইকেটরক্ষক ক্যাটাগরিতে মুশফিকের ভিত্তিমূল্য (১ কোটি রুপি) চেয়ে বেশি রয়েছে শুধু স্যাম বিলিংসের, ২ কোটি রুপি।
তবে আইপিএলের নিলামে এবারই প্রথম নয়, আরও বেশ কয়েকবার নিলামে মুশফিকের নাম উঠলেও তাকে দলে ভেড়ায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার পালা, বিকেলে (আজ, বুধবার) শুরু হওয়া নিলামে মুশফিকুর রহিমকে কে দলে নেয়।
মুশফিক ছাড়াও নিলামে আছেন আরও চার বাংলাদেশি। তারা হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের মধ্যে সাকিব ২ কোটি, মোস্তাফিজ ১ কোটি, রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]