বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ সাল থেকে ১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পরিচালনা কমিটি দুটি নতুন দল যুক্ত করার অনুমোদন দিয়েছে।
বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়, এখনই আইপিএলে দল বাড়ালে সেটা বেশ তাড়াহুড়ো করা হবে। এছাড়া ২০২১ সালের আইপিএল আয়োজনে এখন সাড়ে তিন মাসও সময় হাতে নেই। ফলে ২০২২ সাল নির্ধারণে ধীরে চলার নীতি অবলম্বন করা হয়েছে।
বোর্ড সূত্র জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝে ২০২২ আসরের জন্য দুটি ফ্র্যাঞ্চাইজির দরপত্র চাওয়া হতে পারে। ২০২১ সালের আইপিএলে দল বৃদ্ধি করলে বোর্ডের বড় করে নিলাম আয়োজন করতে হতো। তবে নতুন সিদ্ধান্তের ফলে এখন আর সেটার দরকার নেই।
বর্তমানে আইপিএল আট দল নিয়ে অনুষ্ঠিত হয়। এর আগেও ১০ ও ৯ দল নিয়ে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। তবে কঠিন সূচি ও নানা বিভ্রান্তিকর নিয়মে সেটি আর নিয়মিত হয়ে উঠেনি।
এদিকে ১০ দলের আইপিএলে ৯৪টি ম্যাচ হতে পারে। টানা আড়াই মাস ধরে চলা এ ক্রিকেট টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটে ভালোই প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে ৮ দলের ৬০ ম্যাচের আইপিএলেই বিশ্বের তারকা ক্রিকেটাররা খেলার জন্য মুখিয়ে থাকেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]