ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরে জমে উঠেছে চার দলের প্লে অফের লড়াই। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে হিসেব-নিকেশে দর কষছে দলগুলো। এর মাঝে দিল্লি ক্যাপিটালসকে চিন্তায় ফেলে নিজেদের শীর্ষস্থান পোক্ত করলো মুম্বাই ইন্ডিয়ান্স।
শনিবার (৩১ অক্টোবর) দিনের প্রথম ও আসরের ৫১তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে দিল্লি।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২১ রান করেন রিশাভ পান্ত। বাকি ব্যাটসম্যানদের আর কেউ বিশের ঘর স্পর্শ করতে পারেননি।
১১১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন মুম্বাইয়ের দুই ওপেনার ঈশান কিষাণ ও কুইন্টন ডি কক। দলীয় ৬৮ রানে একমাত্র উইকেটটি হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফিরেন ডি কক।
উইকেট হারালেও ঈশান নিজের মতোই খেলতে থাকেন। ৩৭ বলে পূরণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ৭২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। অপরপ্রান্তে তাকে সঙ্গ দেওয়া সুরিয়াকুমার যাদব করেন অপরাজিত ১২ রান। দিল্লির হয়ে এক মাত্র উইকেটটি শিকার করেন আনরিখ নর্টজে। ম্যাচসেরা হয়েছেন ঈশান কিষাণ।
এদিকে এ জয়ে প্লে অফ নিশ্চিত করা মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরও পোক্ত করলো। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৯ জয়ে ১৮ পয়েন্ট। যেখানে দ্বিতীয় স্থানে থাকা ব্যাঙ্গালোরের সাথে তাদের পয়েন্ট ব্যবধান ৪। ১২ ম্যাচে ৭ জয়ে ব্যাঙ্গালোর সংগ্রহ ১৪।
সমান ১৩টি ম্যাচ খেলা দিল্লির সংগ্রহেও ১৪ পয়েন্ট। তবে বেশি ম্যাচ খেলা দিল্লি রান রেটে পিছিয়ে থেকে ৩ নম্বরে রয়েছে। তৃতীয়স্থানে থাকা দিল্লির প্লে-অফ নিশ্চিত করতে হলে শেষ ম্যাচে জিততেই হবে।
চার নম্বরে থাকা পাঞ্জাবের সংগ্রহে ১২ পয়েন্ট। ১৩ ম্যাচ খেলে ৬ জয়ে তারা এ পয়েন্ট সংগ্রহ করেছে। এছাড়া ৫ ও ৬ নম্বরে থাকা রাজস্থান ও কলকাতার পয়েন্টও ১২ করে। তবে রান রেটে পিছিয়ে রয়েছে তারা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]