চলমান আইপিএলে ৫০তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাজারতম ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। তবে এমন রেকর্ড গড়া ম্যাচেও তাকে দিতে হয়েছে জরিমানা।
কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে নামা গেইল ৮টি ছক্কা হাঁকানোর ওই ম্যাচে ৬৩ বলে ৯৯ রানে আউট হন। সেঞ্চুরি থেকে মাত্র রান দূরে থেকে আউট হওয়া মেজাজ হারান ‘ইউনিভার্স বস’। হাতের ব্যাট ছুড়ে মারেন মাটিতে। যা আইপিএলের ২.২ ধারার লেভেন ওয়ান অপরাধ। ফলে আইপিএলের আচরণবিধি ভাঙার দায়ে গেইলকে গুনতে হয়েছে জরিমানা।
পাঞ্জাবের ইনিংসে শেষ ওভারে চতুর্থ ডেলিভারিটি ইয়র্কার করেন জফরা আর্চার। তার আগে ১০০১তম ছক্কা হাঁকানো গেইলের ব্যাট ফাঁকি দিয়ে সরাসরি বল স্টাম্পে আঘাত করে। আর্চারের বল বুঝতে না পারায় সেঞ্চুরি বঞ্চিত গেইল মেজাজ হারিয়ে হাতে থাকা ব্যাট মাটিতে ছুড়ে মারেন।
আইপিএলে এ আচরণবিধি ভাঙার দায়ে গেইল ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়, ম্যাচ রেফারির এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং মানতে বাধ্য। এছাড়া গেইল নিজেও এ সাজা মেনে নিয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]