চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুপার ফ্লপ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফ্লপ তার দল চেন্নাইও। ফলে আন্তর্জাতিক ক্রিকেটকে সম্প্রতি জানানো ধোনি আগামী আইপিএলে খেলবেন কি-না, তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা।
ধোনির সুপার ফ্লপ হওয়ার পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে তার ফিটনেস। বিশ্বকাপের পর থেকে ক্রিকেটে না থাকা ধোনি ক্রিকেট খেলার ফিটনেস হারিয়েছেন। ফলে আগামী আইপিএলে খেলতে চাইলে ধোনিকে অবশ্যই ফর্মে ফিরতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ধোনি যদি ক্রিকেট খেলা চালিয়ে যেতে তাহলে সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার পরামর্শেও মূল বিষয় হলো ধোনির ফিটনেস।
সাঙ্গাকারা বলেন, ‘গত বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক কোন ম্যাচই খেলেননি ধোনি। তাই এবার ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। পারফর্ম করতে মুখিয়ে রয়েছে ধোনি। নিজের বড় স্কোরের চাইতে দলের জয় তার কাছে অনেক বড়।’
তিনি আরও বলেন, ‘শেষ দুই ম্যাচের কথা না ভেবে, আগামী আইপিএল নিয়ে ভাবা উচিত তার। এ জন্য তাকে অবশ্যই প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হবে। প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললে ফর্মে ফেরা সম্ভব নয়।’
চলতি আইপিএলে ১৩টি ম্যাচ খেলে মাত্র ২০০ রান করেছেন ধোনি। আর আইপিএলের চলতি আসরের প্লে অফে খেরা থেকে বিদায় ধোনির দল চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ৫টিতে জয় পেয়েছে। ১০ পয়েন্ট নিয়ে টেবিলে যেখানে তাদের অবস্থান সবার নীচে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]