নারী আইপিএলে জাহানারা-সালমাদের সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০১ এএম, ২৭ অক্টোবর ২০২০
নারী আইপিএলে জাহানারা-সালমাদের সূচি প্রকাশ

ভারতে মেয়েদের প্রমীলা আইপিএল হিসেবে পরিচিতি ‌‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ-২০২০’ এর সূচি প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবারের নারী আইপিএলে খেলবেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার জাহানারা আলম এবং সালমা খাতুন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়োজনে এবারের টুর্নামেন্টে পেসার জাহানারা আলম ভেলোসিটির হয়ে এবং অলরাউন্ডার সালমা খাতুন ট্রেইলব্লেজার্সে হয়ে খেলবেন। তিন দলের এ টুর্নামেন্টের বাকি দল হলো সুপারনোভাস।

তিন দলের এ টুর্নামেন্টে প্রত্যেক দলেএকবার করে একে-অপরের মুখোুমুখি হবে। এরপর পয়েন্টের ভিত্তিতে ফাইনাল খেলবে দুইদল। প্রকাশিক সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর (বুধবার) এবং ফাইনাল অনুষ্ঠিতত হবে ৯ নভেম্বর (সোমবার)।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে (৪ নভেম্বর, বুধবার)) সুপারনোভাসের মুখোমুখি হবে জাহানারা আলমের ভেলোসিটি। পর দিন ৫ নভেম্বর (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জাহানারা আলমের ভেলোসিটি এবং সালমা খাতুনের ট্রেইলব্লেজার্স। আর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে সালমা খাতুনের ট্রেইলব্লেজার্স এবং সুপারনোভাস।

এছাড়া টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পুরুষ দলের আইপিএলের ফাইনালের আগের দিন ৯ নভেম্বর (সোমবার)। আর আইপিএলের মূল আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর (মঙ্গলবার)।

নারী আইপিএলের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় ‍শুরু হবে। এছাড়া ফাইনালসহ সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সারজায়।

এদিকে নারী আইপিএলের এ তৃতীয় আসরে দ্বিতীয়বারের মতো খেলবেন পেসার জাহানারা আলম। অন্যদিকে এ টুর্নামেন্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সালমা খাতুন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে দল পেলেন জাহানারা-সালমা

আইপিএলে দল পেলেন জাহানারা-সালমা

আইপিএলে দেশের সুনাম উজ্জ্বলে দোয়া চাইলেন জাহানারা

আইপিএলে দেশের সুনাম উজ্জ্বলে দোয়া চাইলেন জাহানারা

দুটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাহানারা

দুটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাহানারা

দেশবাসীর উদ্দেশে জাহানারার ৮ পরামর্শ

দেশবাসীর উদ্দেশে জাহানারার ৮ পরামর্শ