চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপ পর্বের মোট ৫৬টি ম্যাচের সূচি জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার জনপ্রিয় এ টুর্নামেন্টের প্লে-অফ ও ফাইনাল ম্যাচে সূচি প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাকি থাকা ৫টি ম্যাচের সূচি প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। প্রকাাশিত সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর (বৃহস্পতিবার), দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পরের দিন ৬ নভেম্বর (শুক্রবার) আবাুধাবিতে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে ৮ নভেম্বর (রোববার) আবুধাবিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
এরপর আরও একদিন বিরতি দিয়ে ১০ নভেম্বর (মঙ্গলবার) দুবাইয়ে অনুষ্ঠিত হবে ১৩তম আইপিএলের ফাইনাল ম্যাচ। প্লে-অফসহ ফাইনাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এর আগে গ্রুপ পর্বের ৫৬টি ম্যাচের সূচি প্রকাশ করেছিল আইপিএল কর্তৃপক্ষ। যার মধ্যে দুবাইয়ে ২৪টি, আবুধাবিতে ২০টি এবং শারজাহ স্টেডিয়ামে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]