ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) দলের অধিনায়ক হিসেবে দিনেশ কার্তিকের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দলের সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গাম্ভীরকে কাছে ছেড়ে দেয়ার পর দলের নেতৃত্বের তালিকায় কার্তিক ও রবিন উথাপ্পাই এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত নতুন অধিনায়ক হিসেকে কার্তিকের নাম ঘোষণা করা হয়।
নতুন অধিনায়ককে স্বাগত জানিয়েছেন দলটির অন্যতম মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খান। টুইটারে তিনি লিখেন, ‘কেকেআর এর হয়ে আমরা যেহেতু নতুন একটি মৌসুম শুরু করতে যাচ্ছি, তার আগে আমি অধিনায়ক হিসেবে দিনেশ কার্তিককে স্বাগত জানাতে চাই। গত কয়েকটি আসরের অধিনায়কের মতই আমি চাইব তুমিও নিজেকে সামনে থেকে নেতৃত্ব দেবে। নিজের এবং একই সাথে ক্লাবের ঐতিহ্য রক্ষার দায়িত্ব সকলের।’
দিনেশের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ উথাপ্পা। আইপিএল নিলামে ৭.৮ কোটি রুপী দিয়ে দিনেশকে কিনে নিয়েছে কেকেআর। অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পাবার পরে কার্তিক বলেছেন, গত ১০ বছরে কেকেআর দারুনভাবে ধারাবাহিকতা বজায় রেখেছে। এই দলের বিশাল ঐতিহ্য আছে। এই ধরনের একটি দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই গর্বিত।
তিনি আরও বলেন, আমাদের দলে তারুণ্য ও অভিজ্ঞতার দারুন সংমিশ্রন রয়েছে। কোচ জ্যাক ক্যালিসের অধীনে কাজ করতে আমরা মুখিয়ে আছি। দলের বিদেশি খেলোয়াড়রাও অসাধারণ। গাম্ভীর যেখানে দলকে রেখে গিয়েছেন সেখান থেকে আমি সামনে এগিয়ে যেতে চাই।