ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে বল করার জন্য ছাড়পত্র পেলেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারিন। আইপিএলের বোলিং অ্যাকশন কমিটি নারিনকে বল করার ছাড়পত্র দিয়েছে। আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইপিএলের চলতি আসরের ২৪তম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিপক্ষে ম্যাচে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জানিয়ে রিপোর্ট করেন দুই অন-ফিল্ড আম্পায়ার উলহাস গান্ধী ও ক্রিস গ্যাফানে। পরে নারাইনকে সতর্ক করা হয়।
নারিনের খেলা নিয়ে কোন নিষেধাজ্ঞা না থাকলেও তার উপর কড়া নজর রাখার সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। আবারও তার বিরুদ্ধে রিপোর্ট হলে টুর্নামেন্টে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি ছিল নারিনের। যার ফলে সর্বশেষ নারাইনকে মাঠে নামায়নি কেকেআর।
সুনীল নারিনের বোলিং অ্যাকশনে সন্দেহ https://t.co/EsSl6A6Phr
— Sportsmail24.com (@sportsmail24) October 12, 2020
২০১৫ সালের নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে নারিনের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছিল। এরপর ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগেও নারিনের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]