ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের ৩৫তম ম্যাচে আরও একটি সুপার ওভার দেখলো ক্রিকেট বিশ্ব। সুপার ওভারে মাত্র ২ রান করা সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়ে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
আবু ধাবিতে রোববার (১৮ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে হায়দরাবাদ। অন্যদিকে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে কলকাতা। ১০ ওভারে ১ উইকেটে ৭৭ রান তুলে তারা। পরের ১০ ওভারে আরও ৮৬ রান তুলে লড়াই করার সংগ্রহ পেয়ে যায় কলকাতা।
তবে কলকাতার পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি ব্যাটসম্যানরা। ওপেনার শুভমান গিল ৩৬, অধিনায়ক ইয়োইন মরগান ৩৪ ও দিনেশ কার্তিক ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান করে কলকাতা।
জবাবে হায়দরাবাদের দুই বিদেশি খেলোয়াড় ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ৬ ওভারে ৫৮ রান যোগ করেন। বেয়ারস্টো ৩৬ ও উইলিয়ামসন ২৯ রান করে থামেন। এরপরের ব্যাটসম্যান ব্যর্থ হলেও হায়দরাবাদের আশা বাঁচিয়ে রেখেছিলেন অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
ম্যাচ জিততে শেষ ওভারে ১৮ রান দরকার পড়ে হায়দরাবাদের। কলকাতার ওয়েস্ট ইন্ডিজের পেসার আন্দ্রে রাসেলের দ্বিতীয় থেকে চতুর্থ বলে তিনটি চার মারেন ওয়ার্নার। আর শেষ বলে ২ রানের প্রয়োজনে ১ রান নিয়ে ম্যাচটি টাই করেন ওয়ার্নার।
৩৩ বলে ৫টি চারে অপরাজিত ৪৭ রান করেন ওয়ার্নার। কলকাতার লোকি ফার্গুসন ১৫ রানে ৩ উইকেট নেন।
সুপার ওভারে তিন বলে ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান করে হায়দরাবাদ। কলকাতার পক্ষে বোলার ছিলেন ফার্গুসন। ৩ রানের টার্গেট ২ বল বাকি রেখেই স্পর্শ করে ফেলে কলকাতা।
এদিকে এ জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট কলকাতার। সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্টই থাকলো হায়দারাবাদের।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]