কুচকির ইনজুরির কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন চেন্নাই সুপার কিংসের ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। চেন্নাইয়ের প্রধান কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (১৭ অক্টোবর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ৩৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন ব্রাভো।
ব্রাভোর ইনজুরি নিয়ে ফ্লেমিং বলেন, ‘ ব্রাভোর কুচকিতে সমস্যা হয়েছে। ইনজুরির কারণে ম্যাচের শেষ ওভারটিতে করতে পারেননি ব্রাভো। এ জন্য সে খুবই হতাশও। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে আপতত বুঝতে পারছি, দু’সপ্তাহের জন্য হয়তো মাঠের বাইরে থাকতে হবে ব্রাভোকে।’
ইনজুরির কারণে ইতোমধ্যে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার ভুবেনশ্বর কুমার ও মিচেল মার্শ, দিল্লির পেসার ইশান্ত শর্মা ও লেগ স্পিনার অমিত মিশ্র এবং কলকাতার পেসার আলি খান। এবার সেই তালিকায় দুই সপ্তাহের জন্য যুক্ত হলেন ব্রাভো।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]