ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছাড়লেন দিনেশ কার্তিক। তার পরিবর্তে কলকাতার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলনেতা ইয়ান মরগান।
শুক্রবার (১৬ অক্টোবর) কলকাতা নাইট রাইডার্স কার্তিকের অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে।
কার্তিকের নেতৃত্ব ছাড়ার ব্যাপারে কলকাতার প্রধান নির্বাহী বেঙ্কি মাইসুর বলেছেন, ‘আমরা খুব ভাগ্যবান, কার্তিকের মতো অধিনায়ক পেয়েছি, যার কাছে দলই সবার আগে। অনেক সাহস থাকলেই কেবল কারও পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’
তবে কার্তিকের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় দল অবাক হয়েছে বলেও জানান মাইসুর। বলেন, ‘আমরা তার সিদ্ধান্তে বিস্মিত, যদিও তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।’
কার্তিকে অধীনে চলমান আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট অর্জন করেছে কলকাতা। বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে রয়েছে কলকাতা।
মরগানের হাতে দায়িত্ব তুলে দিতে পেরে খুশি কলকাতার মাইসুর। বলেন, ‘আমরা মরগানকে নিয়েও ভাগ্যবান, ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, এতদিন সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। প্রতিযোগিতার বাকি অংশে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কার্তিক-মরগান একত্রে কাজ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]