গেইল ফেরার ম্যাচে পাঞ্জাবের জয়, আবারও পরাস্ত কোহলিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৭ এএম, ১৭ অক্টোবর ২০২০
গেইল ফেরার ম্যাচে পাঞ্জাবের জয়, আবারও পরাস্ত কোহলিরা

আইপিএলের চলমান আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে প্রথম জয় পেয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এরপর নিজেদের অষ্টম ম্যাচে জয়ের দেখা পেল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পাঞ্জাব। তাও আবার সেই বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাঞ্জাব।

অধিনায়ক কেএল রাহুলের সেঞ্চুরির কল্যাণে বিরাটদের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এরপর খেই হারিয়ে ফেলে দলটি। হারতে হারতে একেবারে তলানিতে নেমে প্লে-অফের সম্ভাবনা ক্ষিণ হয়ে আসা দলটি পেল জয়ে দেখা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইপিএলের ৩১তম ম্যাচে দলে যোগ হওয়া ক্রিস গেইলের প্রথম ম্যাচেই কোহলিদের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে পাঞ্জাব।

ব্যাট হাতে ওপেনিংয়ে না নেমে তিন নম্বরে নেমে প্রথম ম্যাচেই ফিফটি করেছেন গেইল। ৪৫ বলে ৫৩ রান করে কাটা পড়েন রান আউটে। দলীয় ১৭১ রানে রান আউটে কাটা পড়েন গেইল। যখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান।তবে বাঁহাতি নিকোলাস পূরাণ নেমেই লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন।

অন্য প্রান্তে থাকা অধিনায়ক রাহুল ৬১ রানে অপরাজিত থেকে হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। ৪৯ বলের ইনিংসে ৫ ছক্কা ও এক চারে এ রান করেন তিনি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রানে আটকে রাখে। ব্যাঙ্গালোর ৬ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান (৩৯ বল) করেন অধিনায়ক বিরাট কোহলি।

এদিকে ৮ ম্যাচে দ্বিতীয় জয়ের সুবাদে ৪ পয়েন্ট নিয়ে এখনো সবার নীচেই পড়ে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে সমান সংখ্যক ৮ ম্যাচ থেকে পাঁচ জয়ে তৃতীয় স্থানে থেকে প্লে-অফের দৌড়ে ভালোভাবেই রয়েছে ব্যাঙ্গালোর।

সংক্ষিপ্ত স্কোর
ব্যাঙ্গালোর : ২০ ওভারে ১৭১/৬ (কোহলি ৪৮, মরিস ২৫*, দুবে ২৩, ফিঞ্চ ২০, পাড়িক্কাল ১৮; অশ্বিন ২/২৩, শামি ২/৪৫) পাঞ্জাব : ২০ ওভারে ১৭৭/২ (রাহুল ৬১*, গেইল ৫৩, আগরওয়াল ৪৫; চাহাল ১/৩৫, মরিস ০/২২)।

ফল : পাঞ্জাব ৮ উইকেটে জয়ী।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হারের বৃত্তেই রাজস্থান, শীর্ষে ফিরলো দিল্লি

হারের বৃত্তেই রাজস্থান, শীর্ষে ফিরলো দিল্লি

ব্যাটিংয়ে ডি ভিলিয়ার্সের ঝড়, কলকাতার অসহায় আত্মসমর্পণ

ব্যাটিংয়ে ডি ভিলিয়ার্সের ঝড়, কলকাতার অসহায় আত্মসমর্পণ

সুনীল নারিনের বোলিং অ্যাকশনে সন্দেহ

সুনীল নারিনের বোলিং অ্যাকশনে সন্দেহ

ধোনি কন্যাকে ধর্ষণের হুমকি!

ধোনি কন্যাকে ধর্ষণের হুমকি!