দুঃসময়ের বৃত্তেই ধোনি, কোহলির দুর্দান্ত জবাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ১১ অক্টোবর ২০২০
দুঃসময়ের বৃত্তেই ধোনি, কোহলির দুর্দান্ত জবাব

চলমান আইপিএলে দুঃসময় পার করছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। টানা হারে ক্রমশ কঠিন হয়ে পড়ছে আইপিএল মিশন। সর্বশেষ রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৩৭ রানে হেরে আরও ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। অন্যদিকে দুর্দান্ত এক ইনিংস খেলে সকল সমালোচনার জবাব দিয়েছেন বেঙ্গালুরুর কোহলি।

আইপিএলের ২১তম তুলনামূলক স্বল্প পুঁজির টার্গেটেও কলকাতা কাছে ১০ রানে হারে ধোনির চেন্নাই সুপার কিংস। ওই হারের ম্যাচে ১১ রান করায় ধোনির মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এবার নিজেদের ৭তম ম্যাচেও ব্যাট হাতে সাত্র ১০ রান করলেন ধোনি।

শনিবার (১০ অক্টোবর) রাতে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক কোহলির দুর্দান্ত ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৫২ বল মেকাবেলা করে ৯০ রান করেন কোহলি। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩২ রানে থেমে যায় চেন্নাই সুপার কিংস।

এ ম্যাচে কোহলির কাছেই নাস্তানাবুদ হয় চেন্নাইয়ের বোলাররা। ৫২ রানে ৯০ রানের দারুণ এক ইনিংসে চারটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন কোহলি। ওপেনার পাডিকাল ৩৩ এবং শেষের দিকে দুবে ১৪ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। তবে এতিন ডাক মেরেছেন এ বি ডি ভিলিয়ার্স। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে বল হাতে শার্দুল ঠাকুর দুটি উইকেট শিকার করেন।

১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দরের বোলিং তোপে দাঁড়াতে পারেনি চেন্নাইয়ে ব্যাচটসম্যানরা। সর্বোচ্চ ৪২ রান করেছেন রাইডু। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে জাগিদসানের ব্যাট থেকে। 

এছাড়া অধিনায়ক ধোনির ব্যাট থেকে আসে ৬ বলে মাত্র ১০ রান। মিডল অর্ডার থেকে পরের পাঁচ ব্যাটসম্যান দুই অংকের রানে পৌঁছতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩৭ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে ধোনির চেন্নাই।

অন্যদিকে বল হাতে বেঙ্গালুরুর ক্রিস মরিস ৪ ওভারে ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর।

হার না মানা দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।

নিজেরদের ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে সাত ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে ষষ্ঠ স্থানে রয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বল্প পুঁজিতেও ধোনিদের বিপক্ষে কলকাতার বাজিমাত

স্বল্প পুঁজিতেও ধোনিদের বিপক্ষে কলকাতার বাজিমাত

তলানি থেকে পাঞ্জাবকে উঠতে দিল না কলকাতা

তলানি থেকে পাঞ্জাবকে উঠতে দিল না কলকাতা

কোহলি-শ্রেয়াসের পর এবার স্মিথকে জরিমানা

কোহলি-শ্রেয়াসের পর এবার স্মিথকে জরিমানা

হায়দরাবাদের মরার ওপর খাঁড়ার ঘা, ছিটকে গেছেন ভুবনেশ্বর

হায়দরাবাদের মরার ওপর খাঁড়ার ঘা, ছিটকে গেছেন ভুবনেশ্বর