ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ত্রয়োদশ আসরের ২৪তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২ রানে হারিয়েছে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ছুড়ে দেওয়া ১৬৫ রানের জবাবে ১৬২ রানে থেমে যায় পাঞ্জাব। জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হারের স্বাদ পায় তারা।
শনিবার (১০ অক্টোবর) আবুধাবিতে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। অধিনায়ক দিনেশ কার্তিকের ২৯ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৫৮ ও ওপেনার শুভমান গিলের ৪৭ বলে ৫৭ রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় কলকাতা। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে কলকাতা।
জবাবে পাঞ্জাবকে ১১৫ রানের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। রাহুল ৫৮ বলে ৭৪ ও আগারাওয়াল ৩৯ বলে ৫৬ রান করে ফিরেন। তবে পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে ৫ উইকেটে ১৬২ রান পর্যন্ত যেতে পারে পাঞ্জাব। ম্যাচ সেরা হয়েছে কলকাতার কার্তিক।
এ জয়ে ৬ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো কলকাতা। অন্যদিকে ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো পাঞ্জাব।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]