চলমান আইপিএলের ২০তম ম্যাচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে নাকানি-চুবানি খেয়েছে রাজস্থান রয়্যালস। ৫৭ রানে বিশাল ব্যবধানে ওই হারের ম্যাচে এবার জরিমানা গুণতে হয়েছে অধিনায়ক স্টিভ স্মিথের। স্লো-ওভার রেটের রেটের কারণে স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
আইপিএল কর্তৃপক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৬ অক্টোবর) মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে স্লো-ওভার রেটের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। যেহেতু রাজস্থানের এটি প্রথম ভুল, তাই আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী এ সাজা দেওয়া হলো।
আইপিএলের চলমান আসরে এটি তৃতীয় জরিমানা। এর আগে একই কারণে ১২ লাখ রুপির জরিমানা গুণতে হয়েছে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে। স্মিথ হলেন জরিমানার শাস্তি পাওয়া তৃতীয় অধিনায়ক।
করোনার কারণে আরব-আমিরাতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের চলমার আসরে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে রাজস্থান। যার মধ্যে ২টি ম্যাচে জয় পেয়েছে। বাকি তিন হারে মাত্র চার পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে স্মিথরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]