করোনার কারণে নিজ দেশ ছেড়ে বায়ো-সুরক্ষা পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। বায়ো-সুরক্ষার কঠোর নিয়মের মাঝে চলতি আসরে ম্যাচ ফিক্সিংয়ের তথ্য পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তথ্য পাওয়ার পর পরই তদন্তে নেমেছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা।
বিসিসিআই’র দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিংহ ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত করার বিষয়টি স্বীকার করেছেন। একটি সূত্র বলছে, টুর্নামেন্টে খেলা এক ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দিয়েছে বাজিকররা।
অজিত সিংহ বলেন, ‘আমরা তথ্য পেয়েছি। একজন খেলোয়াড় আমাদের কাছে সবকিছু জানিয়েছে। ক্রিকেটারের নাম ও কোন দলের, তা তদন্তের স্বার্থে জানানো হয়নি। আমরা তদন্ত শুরু করেছি।’
করোনার কারণে জৈব-সুরক্ষা বলয়ে দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল
করোনার কারণে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে আবদ্ধ ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে কারও পক্ষেই দেখা করা সম্ভব নয়। তবে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার একমাত্র উপায় সামাজিক যোগাযোগ মাধ্যম। ওই ক্রিকেটারকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে চলমান আইপিএলের দ্বিতীয় ম্যাচেই আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্ত আলোচনা জন্ম দেয়। তখনই অভিযোগ ওঠে তদন্তের। আম্পায়ারের ওই এক ভুলে বদলে যায় দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের ফল। যা নিয়ে পরে অফিসিয়ালি অভিযোগও জানিয়েছে প্রীতি জিন্তা।
প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে ‘জৈব সুরক্ষা পরিবেশে’ আইপিএল অনুষ্ঠিত হওয়ায় জুয়ারিরা সুবিধা করতে পারবে না বলে মনে করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুর্নীতি প্রতিরোধ ইউনিটের (এসিইউ) প্রধান অজিত সিং টুর্নামেন্ট শুরুর আগেই এমন তথ্য জানিয়েছিলেন। তবে এখন সেই জুয়ারির প্রস্তাবে নামতে হলে তদন্তে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]