ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের ও ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
চলমান টুর্নামেন্টের ১৪তম ম্যাচে শুক্রবার (২ অক্টোবর) সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েন ধোনি। সতীর্থ চেন্নাইয়ের সুরেশ রায়নার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি ভেঙে ফেলেন তিনি।
ধোনি এখন পর্যন্ত আইপিএলে ১৯৪টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে ১৯৩টি ম্যাচ খেলেছেন রায়না। এবারের আসরে রায়না না খেলায় ধোনির এ রেকর্ডে আরও ম্যাচ যুক্ত হবে।
রায়না না খেলায় সহজেই রেকর্ড ভাঙতে পারছেন ধোনি। চেন্নাই যদি এবারের আসরের প্লে-অফের উঠতে পারে এবং ধোনি যদি চেন্নাইয়ের হয়ে সবগুলো ম্যাচ খেলতে পারেন, তাহলে চলতি মৌসুম শেষেও আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ধোনির দখলে থাকবে।
যদি চেন্নাই প্লে-অফে না ওঠে এবং মুম্বাই ইন্ডিয়ান্স শেষ চারে জায়গা পায়, তাহলে ধোনিকে টপকে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন রোহিত শর্মা। কারণ, মুম্বাইয়ের অধিনায়ক রোহিত এখন পর্যন্ত ১৯২টি ম্যাচ খেলেছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]