আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ, ঢুকলেন হোল্ডার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২০
আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ, ঢুকলেন হোল্ডার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে খেলা প্রথম ম্যাচটাই যেন শেষ ম্যাচ হয়ে থাকল সানরাইজার্স হায়দারাবাদের অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শের। গোড়ালির চোঁটে পুরো আইপিএল থেকে ছিঁটকে গেছেন তিনি। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে দলে নিয়েছে হায়দারাবাদ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নিজের ওভারের দ্বিতীয় বলেই গোড়ালিতে চোট পান মার্শ। যন্ত্রণা নিয়ে চার বল করলেও পরে আর বল করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয় তাকে। দলের বিপর্যয়ে এমন চোট নিয়েও ব্যাট করতে নামেন তিনি। তবে ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি তিনি। প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি।

শুধু এবারের আইপিএলই নয় এর আগেও ইনজুরির কারণে ছিটকে যেতে হয়েছিল তাকে। ২০১৭ সালে কাঁধের চোটে পুরো আইপিএল খেলা হয়নি তার। সেবার তাকে দলে নিয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। এবারের আইপিএলে ২ কোটি টাকায় তাতে দলে ভিড়িয়েছিল হায়দারাবাদ। কিন্তু আইপিএলের শুরুতেই ছিটকে যেতে হলো তাকে।

মিচেল মার্শ ছিটকে যাওয়ার পরই তার বিকল্প বেছে নিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে দলে নিয়েছে হায়দারাবাদ। এর আগে হায়দারাবাদের হয়ে খেলেছেন হোল্ডার। শুধু হায়দারাবাদই নয়, খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়েও।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের প্রথম ম্যাচেই অনন্য রেকর্ড, ছুঁয়েছে ২০০ মিলিয়ন ভিউয়ারশিপ

আইপিএলের প্রথম ম্যাচেই অনন্য রেকর্ড, ছুঁয়েছে ২০০ মিলিয়ন ভিউয়ারশিপ

শ্বাসরুদ্ধকর ম্যাচে চেন্নাইকে হারাল রাজস্থান

শ্বাসরুদ্ধকর ম্যাচে চেন্নাইকে হারাল রাজস্থান

ঢাকায় যুবাদের কোচ-ট্রেইনার, শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প

ঢাকায় যুবাদের কোচ-ট্রেইনার, শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প

বড় মঞ্চে সাফল্য চান বাউচার

বড় মঞ্চে সাফল্য চান বাউচার