আইপিএলের প্রথম ম্যাচেই অনন্য রেকর্ড, ছুঁয়েছে ২০০ মিলিয়ন ভিউয়ারশিপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২০
আইপিএলের প্রথম ম্যাচেই অনন্য রেকর্ড, ছুঁয়েছে ২০০ মিলিয়ন ভিউয়ারশিপ

বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রানার্স-আপ চেন্নাই সুপার কিংসের ম্যাচ ‍দিয়ে মাঠে গড়িয়েছে ইন্য়িান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। যেখানে উদ্বোধনী ম্যাচেই অনন্য রেকর্ড ছুঁয়েছে আইপিএল। ‍চেন্নাই-মুম্বাই ম্যাচের টিভি ও ডিজিটাল ভিউয়ারশিপ ২০০ মিলিয়ন ছুঁয়েছে। যা কি-না আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড।

চলতি বছরের ২৯ মার্চ থেকে মাঠে গড়ানোর কথা ছিল আইপিএলের ১৩ত আসরের। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। সময় যত পেরিয়েছে ততই শঙ্কা বেড়েছে আইপিএল আয়োজন নিয়ে। ভারতে ক্রমান্বয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে সরিয়ে নেওয়া হয় আইপিএল।

ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতের তিনটি স্টেডিয়ামে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল আয়োজনের সিদ্ধান্ত হলেও মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই। যেকারণে দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের আইপিএল।

মাঠে মাস্ক পরেও দর্শকদের প্রবেশের অনুমতি নেই। ঘরের বসে এবারের আইপিএল উপভোগ করতে হচ্ছে দর্শকদের। তাই তো সন্ধ্যাবেলায় চা’য়ে চুমুক দিয়ে কিংবা কফির মগ নিয়ে বিন্দাস মেজাজে গা এলিয়ে টিভির সামনে বসে পড়ুন। সঙ্গে অবশ্য স্যানিটাইজার মাস্ট! আর ২০-২০ ওভার শেষে স্যাটিসফেকশন গ্যারেন্টেড!

মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই বলে ধারণা করা হচ্ছিল সর্বোচ্চ সংখ্যক মানুষ এবারের আইপিএল দেখবে। আইপিএলের প্রথম ম্যাচ যেন সেই ধারণার বাস্তব রুপ দিল। আইপিএলের প্রথম ম্যাচ চেন্নাই-মুম্বাই ম্যাচের টিভি ও ডিজিটাল ভিউয়ারশিপ ২০০ মিলিয়ন ছুঁয়েছে। যা কি-না আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড। বিসিসিআই সচিব জয় শাহ নিজেই টুইট করে জানিয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে ধোনি

তিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে ধোনি

অনড় শ্রীলঙ্কা সরকার : পিছিয়ে যেতে পারে লঙ্কা প্রিমিয়ার লিগও

অনড় শ্রীলঙ্কা সরকার : পিছিয়ে যেতে পারে লঙ্কা প্রিমিয়ার লিগও

আম্পায়ারের ‘ভুলের’ বিরুদ্ধে প্রীতিদের আপিল

আম্পায়ারের ‘ভুলের’ বিরুদ্ধে প্রীতিদের আপিল

চার বলে চার বোল্ড, ইতিহাসের পাতায় আফ্রিদি

চার বলে চার বোল্ড, ইতিহাসের পাতায় আফ্রিদি