আইপিএলের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচে স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। রাজস্থানের বিপক্ষে মাঠে নামে আগে তিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ধোনি।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৪৩৬ দিন পর বাইশ গজে ফিরে ব্যাট হাতে মাঠে নামলেও ব্যাট হাতে ধোনি ধামাকা দেখা যায় নি। কারণ ধোনির ধামাকা শুরু হওয়ার আগেই দল জয় পায়। ব্যাট হাতে ওই ধামাকা দেখানোর সুযোগ না পেলেও ধোনির নতুন সিঙ্ঘম লুকসে সবার নজর কেড়েছেন।
ওই ব্যাট হাতে নিজেকে মেলে ধরার সুযোগ না পেলেও ম্যাচ জিতে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে জয়ের সেঞ্চুরি করেছেন মাইলস্টোন ম্যান মাহি। ধরেছেন ১০০ ক্যাচও। রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে মাঠে নামার আগে তিন তিনটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ধোনি।
২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ১৯১ টি আইপিএল ম্যাচ খেলেছেন মাহি। যেখানে ১৯১ ম্যাচে ২৯৫টি ছক্কা মেরেছেন তিনি। আজ আর পাঁচটা ছক্কা মারতে পারলেই ৩০০ ক্লাবের ঢুকে পড়বেন ধোনি। ভারতীয়দের মধ্যে আইপিএলে ৩০০ ছক্কার নজির রয়েছে কেবল দুইজনের। রোহিত শর্মার ৩৬১টি ও সুরেশ রায়নার ৩১১টি।
এছাড়া রাজস্থান ম্যাচে আর তিনটে ক্যাচ ধরলেই সুরেশ রায়নাকে (১০২ ক্যাচ) টপকে যাবেন ধোনি। যেখানে তালিকায় শীর্ষে রয়েছেন দীনেশ কার্তিক। উইকেটকিপার হিসেবে ধোনি এখন পর্যন্ত ৯৬টি ক্যাচ নিয়েছেন। আজ চারটে ক্যাচ নিতে পারলেই উইকেটকিপার হিসেবে ক্যাচ ধরার সেঞ্চুরি করবেন তিনি। উইকেটকিপার হিসেবে ১০১ টি ক্যাচ ধরে সবার উপরে দীনেশ কার্তিক।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]