ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর শুরু হতে না হতেই আছড়ে পড়েছে বিতর্কের ঢেউ। আম্পায়ারের এক ভুল সিদ্ধান্তে বদলে গেছে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের ফলাফল। যা নিয়ে অফিসিয়ালি অভিযোগও জানিয়েছে প্রীতি জিন্তারা।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় ডেলিভারি ইয়র্কার করেন রাবাদা। আগারওয়াল কোনও রকমে মিড-অনের দিকে ঠেলে দিয়ে দুই রান নেওয়ার জন দৌঁড় দেন। আগারওয়াল ও জর্ডান দু’রান পূর্ণও করেছিলেন। কিন্তু স্কোয়ার লেগে দাঁড়ানো আম্পায়ার নিতিন মোহন জানান, জর্ডানের ব্যাট ক্রিজ ছোঁয়ায়নি। ফলে তিনি এক রান বাতিল করে দেন।
এরপর টিভি রিপ্লেতে দেখা যায়, জর্ডানের ব্যাট ভালো মতো ক্রিজ ছুঁয়েছে। তারপরই প্রশ্ন উঠে আম্পায়ারিং নিয়ে। যদিও এবারই প্রথম নয়। আম্পায়ারের এমন ‘ভুল’ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অফিসিয়ালি আপিল করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
এ ব্যাপারে পাঞ্জাবের চিফ এক্সিকিউটিভ অফিসার সতীশ মেনন সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে আবেদন করেছি। একটা ভুল সিদ্ধান্ত আমাদের প্লে-অফ খেলা আটকে দিতে পারে। আম্পায়ার ওই এক রান দিলে ম্যাচ আর সুপার ওভারে গড়াতো না। পাঞ্জাব জিতে যেতো।’
ম্যাচ শেষে টুইটারে নিজের ক্ষোভ ঝেড়েছেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির মালকিন প্রীতি জিন্তাও। টুইটারে তিনি লিখেন, ‘এই করোনা পরিস্থিতি এতটা রাস্তা পেরিয়ে দুবাই যাই। তারপর ছদিন কোয়ারেন্টাইনে থেকে, পাঁচবার করোনা পরীক্ষা করিয়েও হাসিমুখে ছিলাম। কিন্তু এই শর্ট রান আমাকে প্রচণ্ড আঘাত করেছে। প্রযুক্তির ব্যবহার যদি ঠিক করে না হয় তা হলে সেটা রেখে দেওয়ার মানেটা কী! বিসিসিআইয়ের এবার ব্যবস্থা নেওয়া উচিত। প্রতি বছর একই কাণ্ড চলতে পারে না!’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]