নানাবিধ বাঁধা বিপত্তি উতরে অবশেষে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রানার্স-আপ চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
ধোনির মতো টসে জিতে বোলিং করার ইচ্ছে ছিল মুম্বাই অধিনায়ক রোহিত শর্মারও। টসের সময় এমনটাই জানিয়েছেন তিনি। মুম্বাইয়ের হয়ে বিদেশি ক্যাটাগরিতে আছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন ও নিউজিল্যোন্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
চেন্নাই সুপার কিংসের হয়ে চার বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও ইংল্যান্ডের পেসার স্যাম কুরান। ইনজুরির কারণে চেন্নাইয়ের দলে নেই সিপিএলের ফাইনালে বল করতে না পারা ক্যারিবিয়ান ডোয়াইনে ব্রাভো।
মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সুর্য্য কুমার যাদব, সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রিত বুমরাহ।
চেন্নাই সুপার কিংস : মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), মুরালি বিজয়, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রাইডু, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, দীপক চাহার, পিয়াস চাওলা ও লুঙ্গি এনগিডি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]