ছয়দিনের কোয়ারেনটাইন শেষে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুশীলনে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল। একই দিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালামও।
সোশ্যাল মিডিয়ায় নাইটারদের প্রকাশিত এক ভিডিও এ তথ্য জানানো হয়েছে। যেখানে দেখা যায়, মাঠে প্রবেশ করার আগে তাপমাত্রা মাপা হচ্ছে বিধ্বংসী রাসেল ও কোচ ম্যাকালামের। মাঠে ঢুকতেই তাদেরকে স্বাগত জানাতে এগিয়ে আসেন কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণরা।
শুক্রবার প্রথম দিন অনুশীলনে কিছুক্ষণের জন্য ব্যাট করেন রাসেল। অনুশীলনে নজর কাড়েন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আইপিএল খেলতে যাওয়া পেসার আলি খান। তার ইয়র্কারে মুগ্ধ কোচ-মেন্টররা।
.@Russell12A in the house! #ToofaniFans taiyaar?
— KolkataKnightRiders (@KKRiders) September 18, 2020
The storm has officially made a landfall in the UAE tonight! #KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/ayv5HA3zcf
সুনীল নারিন, ক্রিস গ্রিনও নেমে পড়লেন কেকেআরের অনুশীলনে। ৩৬ ঘণ্টার কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে শনিবার থেকে অনুশীলনে নামবেন অভিজ্ঞ ইয়ান মরগান, প্যাট কামিন্স ও টম ব্যান্টনরা।
এবারের আইপিএলে কলকাতার দল
দেশি : দীনেশ কার্তিক, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুভমান গিল, সিদ্ধেশ লাড, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী, এম সিদ্ধার্থ ও নিখিল নায়েক।
বিদেশি : আন্দ্রে রাসেল, হ্যারি গার্নে, লোকি ফার্গুসন, সুনীল নারিন, প্যাট কমিন্স, ইয়ান মরগান, টম ব্যান্টন ও ক্রিস গ্রিন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]