কলকাতার নেতৃত্বে দিনেশ কার্তিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৫ মার্চ ২০১৮
কলকাতার নেতৃত্বে দিনেশ কার্তিক

২০১৮ মৌসুমে ভারতীয় প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে থাকছেন দিনেশ কার্তিক। কেকেআর এর হয়ে এটাই দিনেশের প্রথম মৌসুম। ফেব্রুয়ারির নিলামে দিনেশকে ৭.৪ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছিল কলকাতা।অধিনায়াকের পদে প্রার্থী হিসেবে এগিয়ে থাকা দলের আরেক অভিজ্ঞ তারকা রবিন উত্থাপাকে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে।

২০০৮ সালে প্রথমবারের মত প্রবর্তিত আইপিএল’র শুরু থেকেই ৩২ বছর বয়সী কার্তিক খেলে আসছেন। এ পর্যন্ত পাঁচটি ভিন্ন দলের হয়ে তিনি খেলেছেন- দিল্লী ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সম্প্রতী ছিলেন গুজরাট লায়ন্সে। ঐ দলগুলোতে তিনি প্রায় সময়ই অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিজের রাষ্ট্র তামিল নাড়ুর অধিনায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

কেকেআর-এর সহকারী কোচ সাইমন ক্যাটিচ বলেছেন, ‘আমি মনে করি দিনেশের এখন যা বয়স তাতে ক্যারিয়ারের সেরা সময়টা তার জন্য অপেক্ষা করছে। গত ১০ বছর যাবত সে আইপিএল এর সাথে জড়িত আছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিল নাড়ুর অধিনায়ক হিসেবে তার অসাধারণ ঘরোয়া রেকর্ড রয়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার সাফল্যের রেট ৭২ শতাংশ।’

কেকেআর-এর অধিনায়কের পদে গৌতম গাম্ভীরের স্থলাভিষিক্ত হয়েছেন কার্তিক। ২০১২ ও ২০১৪ সালে গাম্ভীরের নেতৃত্বেই কলকাতা দু’বার আইপিএল এর শিরোপা জিতেছিল। দলটির প্রধান নির্বাহী ভেনকি মাইসোর বলেছেন এবারও তাদের ইচ্ছা ছিল গাম্ভীরের ওপরই দায়িত্ব দিতে। কিন্তু গাম্ভীর নিজেই রাজী হননি।

কার্তিক বলেছেন, গত সাত বছর যাবত গাম্ভীর এই দলের নেতৃত্বে ছিলেন। আমি মনে করি সে এই পদে অসাধারণ দায়িত্ব পালন করেছে। তার রেখে যাওয়া কৃতিত্বকে আমাকে সামনে এগিয়ে নিতে যেতে হবে। এই দলের অংশ হতে পেরে আমি দারুন খুশি।

আইপিএল’র ১১তম আসর আগামী ৭ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু হবে। এবার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও নেই কলকাতায়। তাকে এবার দলে ভিড়িয়েছে হায়দারাবাদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের সফল অস্ত্রোপচার, খেলতেও পারেন বিশ্বকাপে

নেইমারের সফল অস্ত্রোপচার, খেলতেও পারেন বিশ্বকাপে

সাকিব নেই, রিয়াদের নেতৃত্বে দলে ফিরলো লিটন

সাকিব নেই, রিয়াদের নেতৃত্বে দলে ফিরলো লিটন

সপ্তম রাউন্ডে রোবাবার মাঠে নামবে ছয় দল

সপ্তম রাউন্ডে রোবাবার মাঠে নামবে ছয় দল

আনুশকার অভিনয়ে উচ্ছ্বসিত কোহলি

আনুশকার অভিনয়ে উচ্ছ্বসিত কোহলি