অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেটারদের ৩৬ ঘণ্টার কোয়ারেন্টাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেটারদের ৩৬ ঘণ্টার কোয়ারেন্টাইন

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে যে দলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা রয়েছেন। আইপিএলের শুরু থেকেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সার্ভিস পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আবুধাবিতে বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টাইন হলেও মাত্র ৩৬ ঘণ্টা কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে এই দুই দলের ক্রিকেটারদের।

এবারের আইপিএলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের সংখ্যাটা অনেক। যেখানে বুধবারে (১৬ সেপ্টেম্ব) শেষ হওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই আছেন ২১ ক্রিকেটার। সিরিজ শেষে একে একে আমিরশাহি পৌঁছতে শুরু করেছেন ইয়ান মরগ্যান, টম ব্যান্টন, প্যাট কামিন্স,কুরান, জস বাটলার, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ ও জোফরা আর্চাররা।

sportsmail24

বিসিসিআইয়ের আইপিএল এসওপি অনুযায়ী তাঁদের আমিরশাহি পৌঁছে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। সেই অনুযায়ী কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার কথা ছিল ২৩ সেপ্টেম্বর। তবে এই কোয়ারেন্টাইনের সময় কমানোর জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কাছে অনুরোধ জানায় আইপিএলে দল পাওয়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কারণ আইপিএলের একটি ম্যাচও বাদ দিতে চান না তারা।

কোয়ারেন্টাইনের দিন কমানোর ব্যাপারে তাদের যুক্তি ছিল, আমরা যেহেতেু বায়ো সুরক্ষা পরিবেশে সিরিজ খেলছি। সেক্ষেত্রে একটি বায়ো সুরক্ষা পরিবেশ থেকে আরেকটি বায়েঅ সুরক্ষা পরিবেশে প্রবেশ করলে আদৌ কি কোয়ারেন্টাইনের প্রয়োজন আছে? তাই চয় দিনের পরিবর্তে তিন দিনের কোয়ারেন্টাইনের জন্য সৌরভ গাঙ্গুলির কাছে অনুরোধ করে তারা।

আইপিএলের প্রস্তুতি খতিয়ে দেখতে আমিরশাহিতে পৌঁছার পর ওই দেশের সরকারের সাথে কোয়ারেন্টাাইন নিয়ে আলোচনা করেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। তারপরই ৬ দিনের পরিবর্তে ৩৬ ঘণ্টা কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদসংস্থা পিটিআইয়ের মতে, ওই দেশের সরকারের সাথে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে ইংল্যান্ড থেকে আমিরশাহিতে আসা ক্রিকেটারদের ৬ দিনের কোয়ারেন্টাইন কমিয়ে মাত্র ৩৬ ঘণ্টা করা হচ্ছে। ফলে আইপিএলের প্রথম ম্যাচ থেকেই তারকা ক্রিকেটারদের খেলতে দেখা যাবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে নেই উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে না চিয়ারগার্লদের নৃত্য

আইপিএলে নেই উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে না চিয়ারগার্লদের নৃত্য

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

ক্যারিয়ার সেরা ইনিংসে ৫ হাজারের ক্লাবে বাবর

ক্যারিয়ার সেরা ইনিংসে ৫ হাজারের ক্লাবে বাবর

ম্যাক্সওয়েল-ক্যারির জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অসাধ্য সাধন

ম্যাক্সওয়েল-ক্যারির জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অসাধ্য সাধন