আইপিএলে নেই উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে না চিয়ারগার্লদের নৃত্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
আইপিএলে নেই উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে না চিয়ারগার্লদের নৃত্য

ভারতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে দ্বিতীয়বারের মতো দেশের বাইরে অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনাভাইরাসের কারণে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান।করোনা মহামারিতে উদ্বেগের মাঝে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

বিশ্বব্যাপী করোনা শঙ্কার মাঝে শনিবার (১৯স সেপ্টেম্বর) আইপিএলের উদ্বোধন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে গ্যালারিতেও থাকছে না দর্শক। টিভি পর্দার সামনে বসেই দেখবে হবে আইপিএলের ম্যাচ।

ভারতী ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল আরব-আমিরাতে অবস্থান করছেন। উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করায় ঠিক টসের আগে তারা ঘোষণা করে দেবেন উদ্বোধন হলো আইপিএলের ১৩তম আসর।

উদ্বোধনী কোন অনুষ্ঠান তো হচ্ছেই না, এমনকি টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের অধিনায়কদের মাঠে রাখার কথা হচ্ছিল। তবে সেটাও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সৌরভরা মনে করছেন, খেলা মাঠে গড়াক, তার আগে কোন কিছুরই দরকার নেই।

এদিকে আইপিলের সচিব জয় শাহের উদ্বোধনী দিনে উপস্থিত থাকা নিয়েও সংশয় রয়েছে। কারণ, বাবার অসুস্থতার জন্য তিনি ভারতে ফিরে গেছেন।

এছড়া গত আইপিএলগুলো উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফরা মঞ্চ মাতিলেও এবার তারা থাকছেন না। তবে টিম মালিক হিসেবে শাহরুখ খান বা প্রীতি জিনতার উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

করোনার কারণে আরেকটি বিষয় এবারের আইপিএল থেকে বাতিল করা হয়েছে। তা হলো চার-ছক্কা বা উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে মাঠের পাশে মিউজিকের সাথে চিয়ারগার্লদের নাচ। কারণ, এবারে আইপিএলে থাকছেন না কোন চিয়ারগার্লও।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানে টিভি বা অ্যাপসেও দেখা যাবে না আইপিএল

পাকিস্তানে টিভি বা অ্যাপসেও দেখা যাবে না আইপিএল

আইপিএলে ২০ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হবে

আইপিএলে ২০ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হবে

আইপিএলের থিম সং ‘চুরি’, আইনি পথে জনপ্রিয় ব়্যাপার

আইপিএলের থিম সং ‘চুরি’, আইনি পথে জনপ্রিয় ব়্যাপার

‘সাকিব থাকলে আইপিএলে ফেভারিট হতো হায়দারাবাদ’

‘সাকিব থাকলে আইপিএলে ফেভারিট হতো হায়দারাবাদ’