করোনার কারণে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএলে ১৩তম আসরে খেলার প্রস্তাব পেয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবে এ আসরে তার খেলা হচ্ছে না। সামনে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর থাকায় মোস্তাফিজকে ছাড়পত্র দেয়নি বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আইপিএল থেকে মোস্তাফিজের খেলার বিষয়ে আমাদের কাছে প্রস্তাব এসেছিল। তবে আমাদের যেহেতু জাতীয় দলের কমিটমেন্ট আছে, তাই ওকে এনওসি দেওয়া হয়নি। সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, শ্রীলঙ্কা সিরিজও গুরুত্বপূর্ণ।
আইপিএলের চলতি আসর থেকে কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজের পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে পেতে আগ্রহী ছিল। দুই দলেই চোটের কারণে মূল স্কোয়াডের ক্রিকেটারের বদলি প্রয়োজন ছিল। সেখানে তাদের পছন্দের তালিকায় ছিল মোস্তাফিজের নাম।
ভারতে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ বেশি হওয়ায় এবারের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। যা ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
২০১৬ সালে প্রথমবার আইপিএল খেলেছেন মোস্তাফিজ। সেই আসরে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। আসরে সেরা উদীয়মান ক্রিকেটারও হয়েছিলেন মোস্তাফিজ।
তবে পরের বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাত্র এক ম্যাচ খেলে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। এরপর ২০১৮ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৭ ম্যাচে খেলে নিয়েছিলেন ৭ উইকেট। পরের আসরে খেলা হয়নি তার।
এদিকে করোনা পরবর্তী তিন টেস্টের সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা মাসখানেক প্রস্তুতি ক্যাম্প শেষে অক্টোবরে শেষ দিকে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। আইপিএল খেলতে মোস্তাফিজকে অনুমতি না দেওয়ায় এখন এটা প্রায় নিশ্চিত যে, শ্রীলঙ্কা সফরে থাকছে মোস্তাফিজ। যদিও একাদশ সাজাতে মধুর সমস্যায় পড়তে হতে পারে বিসিবির।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]