দুবাইয়ে আইপিএল খেলতে যাওয়া চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে) দলের দুই ক্রিকেটারসহ ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের ধাক্কা সামলে উঠতে না উঠতেই সুরেশ রায়নার চলে আসায় আরেকটি ধাক্কা খেয়েছে ধোনির চেন্নাই।
করোনা ধাক্কা সালমে উঠতে সময়ের ব্যাপার। তবে সুরেশ রায়নার শূন্যস্থান পূরণে প্রাথমিক গেমপ্ল্যান তৈরি করেছে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট। সেই গেমপ্ল্যানে জায়গা পাচ্ছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারেন। এবারই কিংস ইলেভেন পঞ্জাব থেকে চেন্নাইয়ে যোগ দিয়েছেন কারেন।
এদিকে রায়নার জায়গায় দুটি কারণে তার নাম প্রাধান্য পাচ্ছে। এক. রায়নার মতো তিনিও বাঁ-হাতি এবং ব্যাটিংটাও ভালো জানেন। আর দুই হলো- পেসারদের তুলে মারার ক্ষমতা আছে তার। যে কারণে প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে কারেনকে রাখার কথা ভাবা হচ্ছে।
শেন ওয়াটসন এবং অম্বাতি রায়ডুর সঙ্গে ধোনির প্রিয় রায়না তিন নম্বরেই খেলতেন। সেই হিসেবে ডান-হাতি, বাঁ-হাতি জুটি হিসেবে ওয়াটসন-কারেনকে ওপেন করতেও দেখা যেতে পারে। আরও একটি বিষয় রয়েছে, তা হরো- কারেন বাঁ-হাতি পেস বলও করতে পারেন কারেন।
তবে চেন্নাইয়ে কারেনের খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এমনিতে ১৬ সেপ্টেম্বর দুবাই যাওয়া কথা ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারেনের। কারণ, চেন্নাই শিবির করোনা হটস্পটে পরিণত হওয়ায় প্রশ্ন উঠছে, কারেনের মতো বিদেশি ক্রিকেটাররা শেষ পর্যন্ত দলে যোগ দেবেন কি-না। এছাড়া ১৬ সেপ্টেম্বর দুবাই গেলে প্রথম দুই-তিনটে ম্যাচে তাকে পাবেন না ধোনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]