চূড়ান্ত হলো আইপিএলের স্পন্সর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০২ এএম, ১৯ আগস্ট ২০২০
চূড়ান্ত হলো আইপিএলের স্পন্সর

ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর হয়েছে দেশটির ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম ‘ড্রিম ইলেভেন’। এর আগে দুইদেশের রাজনৈতিক কারণে আইপিএল থেকে চীনের ভিভোর স্পন্সরশীপ স্থগিত করা হয়।

শুধুমাত্র চলতি মৌসুমের জন্য আইপিএলের স্পন্সরশীপ পেয়েছে ড্রিম ইলেভেন। যেখানে করোনাভাইরাসের আসরটি দেশের বাইরে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনের কোম্পানি ভিভো প্রথমবার ২০১৫ সালে দুই বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সরশীপ অর্জন করে। পরে ২০১৭ সালে পাঁচ বছরের চুক্তিতে ২০২২ পর্যন্ত জনপ্রিয় এ ফ্রেঞ্চাইজি টুর্নামেন্টের স্পন্সরশীপ নেয় ভিভো।

তবে চলতি বছরের জুনে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে আইপিএল থেকে চীনা কোম্পানির স্পন্সর বাতিলের দাবি তোলেন দেশটির ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সাধারণ জনগণ। সেই দাবির পেক্ষিতে ভিভোর স্পন্সর স্থগিত করে আইপিএল কর্তৃপক্ষ।

ভিভোর স্পন্সর বাতিলের পর দেশিও কোম্পানির স্পন্সরের প্রতি নজর দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যেখানে স্পন্সর পেতে ড্রিম১১ ছাড়া জিও, অ্যামাজন, টাটা গ্র‌ুপ এবং বাইজুর মতো সংস্থা বিট করে। তবে সবাইকে পিছনে ফেলে আইপিএলের টাইটেল স্পন্সরের অধিকার অর্জন করলো ড্রিম ইলেভেন।

যেখানে ভারতীয় প্রতিষ্ঠান বাউজু ২০১ কোটি রুপি, আনএকাডেমি ১৭১ কোটি রুপি দিতে রাজি ছিল। তবে ২৩৪ কোটি রুপি (প্রায় ২৬৫ কোটি টাকা) দিয়ে আইপিএলের স্পন্সরশিপ স্বত্ব জিতে নিয়েছে ড্রিম ইলেভেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওকসের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে অ্যানরিচ নর্টজে

ওকসের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে অ্যানরিচ নর্টজে

আইপিএলের জন্য আফগান ক্রিকেট সূচিতে পরিবর্তন

আইপিএলের জন্য আফগান ক্রিকেট সূচিতে পরিবর্তন

বাবরকে আইপিএলে দেখতে চান নাসের হুসেইন

বাবরকে আইপিএলে দেখতে চান নাসের হুসেইন

আইপিএল শুরুতে থাকছেন না স্মিথ-ওয়ার্নাররা

আইপিএল শুরুতে থাকছেন না স্মিথ-ওয়ার্নাররা