দীর্ঘদিন পর কলকাতায় আইসিসির বার্ষিক সাধারণ সভা কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২২ থেকে ২৬ এপ্রিল এই সভা অনুষ্ঠিত হবে। আর তারই জের ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইসিসি অনুরোধ জানিয়েছিল কলকাতায় আইপিএলের একটি ম্যাচের সময় পরিবর্তনের জন্য। কিন্তু আইসিসির সেই অনুরোধকে যেন পাত্তাই দিল না বিসিসিআই।
২২ থেকে ২৬ এপ্রিলের আইপিএলের খেলা চলবে হায়দ্রাবাদ, মুম্বাই, ইনদোর, ব্যাঙ্গালুরু ও জয়পুরে। কলকাতা ১৬ এপ্রিল হোম ম্যাচ খেলার পর আবার খেলবে ৩ মে। আইপিএল এর সূচি অনুযায়ী ওই সময় কলকাতার কোনো হোম ম্যাচ নেই।
এ ব্যাপারে বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন, আইসিসি এমন একটা অনুরোধ করেছিল। তারা চেয়েছিল সব সদস্যরা যাতে আইপিএল এর একটি ম্যাচ দেখতে পারে। কিন্তু ওই সময় কোনও হোম ম্যাচ নেই কেকেআর এর ইডেন।
তিনি আরও জানিয়েছেন, আইপিএল এর একটা ম্যাচের সময় এদিক ও দিক করতে গেলেই পুরো সূচির ওপর প্রভাব পড়বে। যে কারণে এই পরিবর্তন সম্ভব হল না।