টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যান রাইলি রুশো। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে ১৪ ইনিংসে ৪৯৫ রান করেছেন তিনি।
বিপিএলের গত আসরে ১৩ ইনিংসে ৫৫৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাইলি রুশো। ওই আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা রুশো এবার খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে। গত আসরের চেয়ে এবার ৬৩ রান কম করেও শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন তিনি।
সদ্য শেষ হওয়া আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪ ইনিংসে ৪৯১ রান করেছেন তিনি।
১৫ ইনিংসে ৪৫৫ রান করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালসের ওপেনার লিটন দাস ও দলটির আরেক ব্যাটসম্যান পাকিস্তানের শোয়েব মালিক। ৪৪৪ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের খেলোয়াড় ডেভিড মালানের।
বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
১. রাইলি রুশো (খুলনা টাইগার্স) : ম্যাচ ১৪, ইনিংস ১৪, রান ৪৯৫, সেঞ্চুরি ০, হাফ-সেঞ্চুরি ৪, গড় ৪৫.০০
২. মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স) : ম্যাচ ১৪, ইনিংস ১৪, রান ৪৯১, সেঞ্চুরি ০, হাফ-সেঞ্চুরি ৪, গড় ৭০.১৪
৩. লিটন দাস (রাজশাহী রয়্যালস) : ম্যাচ ১৫, ইনিংস ১৫, রান ৪৫৫, সেঞ্চুরি ০, হাফ-সেঞ্চুরি ৩, গড় ৩২.৫০
৪. শোয়েব মালিক (রাজশাহী রয়্যালস) : ম্যাচ ১৫, ইনিংস ১৫, রান ৪৫৫, সেঞ্চুরি ০, হাফ-সেঞ্চুরি ৩, গড় ৩৭.৯১
৫. ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) : ম্যাচ ১১, ইনিংস ১১, রান ৪৪৪, সেঞ্চুরি ১, হাফ-সেঞ্চুরি ৩, গড় ৪৯.৩৩।