বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবেই শেষ হয়েছে। নতুন চ্যাম্পিয়ন পেয়ে বিপিএল। ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছে রাজশাহী রয়্যালস।
সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে চার বোলার যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর স্থান দখল করেছেন। তারা হলেন- রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান, খুলনা টাইগার্সের পাকিস্তানের মোহাম্মদ আমির, চট্টগ্রামে চ্যালেঞ্জার্সের রুবেল হোসেন ও খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার রবি ফ্রাইলিঙ্ক।
বিপিএলে তারা চারজনই বল হাতে ২০টি করে উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ উইকেট শিকারী চারজনের দু’জন দেশি বোলার। এমনকি দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি উইকেট শিকার করেছেন দেশি বোলার খুলনার শহিদুল ইসলাম।
সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ বোলার
১. মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) : ম্যাচ ১২, ইনিংস ১২, ওভার ৪৪.৩, রান ৩১২, উইকেট ২০
২. মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স) : ম্যাচ ১৩, ইনিংস ১৩, ওভার ৫০.২, রান ৩৫৫, উইকেট ২০
৩. রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) : ম্যাচ ১৩, ইনিংস ১৩, ওভার ৪৮.৫, রান ৩৫৭, উইকেট ২০
৪. রবি ফ্রাইলিঙ্ক (খুলনা টাইগার্স) : ম্যাচ ১৪, ইনিংস ১৪, ওভার ৫৩.০, রান ৩৯২, উইকেট ২০
৫. শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স) : ম্যাচ ১৩, ইনিংস ১৩, ওভার ৪৯.০, রান ৩৯৬, উইকেট ১৯।