ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেন না আন্দ্রে রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৬ জানুয়ারি ২০২০
ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেন না আন্দ্রে রাসেল

ছবি : বিসিবি

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে ট্রফি জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না রাজশাহী রয়্যালসের অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। উড়ন্ত খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনালে জিততে মরিয়া হয়ে আছেন এ ব্যাটিং দানব।

প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে বল হাতে রাজশাহীর বিপক্ষে আগুন ঝড়ানো বোলিং করেছেন খুলনার পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট নিয়ে রাজশাহীর বিপক্ষে খুলনাকে ২৭ রানের জয় এনে দেন আমির। ফলে ফাইনালে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

তবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২ উইকেটে হারায় রাজশাহী। ১৬৫ রানের টার্গেট তারা স্পর্শ করতে পারে রাসেলের দানবীয় ইনিংসে। মাত্র ২২ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন রাসেল।

ফাইনাল ম্যাচের আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি উন্মোচন। সেখানে এক সংবাদ সম্মেলনে ফাইনাল নিয়ে রাসেল বলেন, ‘আমার মনে জয় ছাড়া অন্য কিছুই নেই। গত রাতে আমরা একটি দল হিসেবে খেলেছি। আমরা কী পারি তা করে দেখিয়েছি এবং আশা করছি, ফাইনালে আমরা দুর্দান্ত একটি পারফরমেন্স প্রদর্শন করতে পারব।’

প্রথম কোয়ালিফাইয়ারে রাজশাহীকে একাই ধসিয়ে দেন পাকিস্তানের আমির। তবে ফাইনালে ব্যক্তি আমিরকে নিয়ে কোন পরিকল্পনা নেই রাজশাহীর। পুরো খুলনা দলকে নিয়ে পরিকল্পনা রয়েছে তাদের।

এছাড়া দুর্দান্ত ফর্মে রয়েছে খুলনার টপ-অর্ডার ব্যাটসম্যানরা। ওপেনার থেকে শুরু করে চার নম্বর পর্যন্ত শক্ত ব্যাটিং লাইন-আপ তাদের। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। তাদের সাথে দুর্দান্ত ফর্মে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

রাসেল বলেন, ‘একক কোন একজন খেলোয়াড়কে নিয়ে আমাদের কোন পরিকল্পনা নেই। আমরা ভালো খেলার চেষ্টা করব এবং সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করব। কাল কে হতে পারে তা আপনি জানেন না। যে কেউ জ্বলে উঠতে পারে এবং যখন কেউ সেরা ফর্মে থাকে, তখন তাকে থামানো কঠিন হয়ে পড়ে।’

তিনি বলেন, ‘তারা (খুলনা) জানে, তাদের অনেক ম্যাচ উইনার আছে। আমরা একজন বা দু’জনের সাথে খেলব নাা। পুরো দলকে নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে, আমরা সঠিকভাবে পরিকল্পনা করছি এবং তা কার্যকর করতে পারব।’

সন্ধ্যার ম্যাচে টস বড় ফ্যাক্টর হবে বলে মনে করেন রাসেল। বলেন, ‘টস আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই আমরা আগে যা করি, তা সঠিকভাবে সম্পন্ন করাই আমাদের প্রধান কাজ, এটি ব্যাটিং হোক বা বোলিং।’

দ্বিতীয় কোয়ালিফাইয়ার বাদে লিগ পর্বে ভালো করেছে রাজশাহীর টপ-অর্ডার। কিন্তু মিডল-অর্ডার নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ফাইনালে দলের ব্যাটসম্যানরা জ্বলে উঠবে বলে আশাবাদী রাসেল।

বলেন, ‘মিডল-অর্ডার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি মনে করি, আফিফ-লিটন দলের জন্য ভালো পারফরমেন্স করছে। তারা শেষ ম্যাচে ভালো করতে পারেনি, তবে তারা শেষ হয়ে যায়নি। আমরা জানি কয়েকদিন আগে, খুলনার বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়েছিলাম। ফাইনালেও তারা ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে।’

দ্বিতীয় কোয়ালিফাইয়ারে যেভাবে একা লড়াই করে দলকে জিতিয়েছিলেন রাসেল, ফাইনালেও এমন পরিস্থিতি হলে নিজেকে মেলে ধরবেন বলে জানান রাসেল, ‘আমি চাপের মধ্যে খেলতে পছন্দ করি। ব্যাটিং বা বোলিং, যেটিই হোক। আমি সবসময় চেষ্টা করেছি, সেরা পারফরমেন্স করতে এবং ছেলেদের ভালোভাবে পরিচালিত করতে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্দ্রে রাসেলের তাণ্ডবে চট্টগ্রামকে বিদায় দিয়ে ফাইনালে রাজশাহী

আন্দ্রে রাসেলের তাণ্ডবে চট্টগ্রামকে বিদায় দিয়ে ফাইনালে রাজশাহী

বিপিএলে প্রথমবারের মতো ফাইনালে মুশফিকের দল

বিপিএলে প্রথমবারের মতো ফাইনালে মুশফিকের দল

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি

পিসিবিকে ধন্যবাদ জানালেন বিসিবি সভাপতি

পিসিবিকে ধন্যবাদ জানালেন বিসিবি সভাপতি